সিলেট মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতির দায়িত্ব পেয়েছেন সাবেক সদস্য সচিব ও কেন্দ্রীয় সহ সাংগঠনিক সম্পাদক মিফতাহ সিদ্দিকী। সভাপতি নাসিম হোসেইন বিদেশে অবস্থান করায় কেন্দ্র থেকে তাকে এ দায়িত্ব দেওয়া হয়েছে।
গত বৃহস্পতিবার রাতে বিএনপির কেন্দ্রীয় সহ-দফতর সম্পাদক অ্যাডভোকেট তাইফুল ইসলাম টিপু স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়- ‘সিলেট মহানগর বিএনপির সভাপতি নাসিম হোসেইন বিদেশে অবস্থায় করায় পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক (সিলেট বিভাগ) মিফতাহ সিদ্দিকীকে সিলেট মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি হিসেবে দায়িত্ব প্রদান করা হয়েছে।’
প্রসঙ্গত, মিফতাহ সিদ্দিকী মহানগর বিএনপির বিগত সম্মেলনে সভাপতি প্রার্থী ছিলেন। তার প্রতিদ্বন্দ্বী ছিলেন নাসিম হোসেইন। দলের কাউন্সিলরদের ভোটে সভাপতি নির্বাচিত হন নাসিম হোসেইন।
বিডি প্রতিদিন/হিমেল