বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকে স্বরণীয় করে রাখতে, শিক্ষার্থীদের রঙ-তুলির আঁচড়ে সেজে উঠছে সিলেটের বিশ্বনাথ উপজেলা। শিক্ষার্থীরা প্রতিদিনই দেয়ালে-দেয়ালে লেখনী ও ছবিতে ফুঠিয়ে তুলছেন আন্দোলনে যুক্ত থাকা শিক্ষার্থীদের রক্তে রঞ্জিত ইতিহাস। গ্রাফিতিতে বৈষম্য, স্বৈরাচারবিরোধী, গণতন্ত্র পুনর্গঠন, অসাম্প্রদায়িক বাংলাদেশ নির্মাণ, মীর মুগ্ধের পানি বিতরণের চিত্র, বীর শহীদ আবু সাঈদের প্রতিচ্ছবি ফুটিয়ে তোলা হয়েছে।
সরেজমিন দেখা গেছে, বিশ্বনাথ পৌর শহরের বিভিন্ন দেয়ালে দেয়ালে গ্রাফিতি অঙ্কন করছেন শিক্ষার্থীরা। যুক্ত হয়েছেন বিভিন্ন শ্রেণি-পেশার মানুষও। চোখে-মুখে উচ্ছ্বাস নিয়ে দেয়াল রাঙাচ্ছেন তারা। সবার চোখেমুুখেই যেন ছিল বিজয়ের হাসি। কারো এক হাতে রঙয়ের কৌটা, অন্যহাতে তুলি। কেউ কেউ হাত রাঙিয়ে ছাপ রাখছেন দেয়াল জুড়ে আঁকা পতাকার চারপাশে। কেউ কেউ লিখছেন আন্দোলনের নানা স্লোগান আর অসাম্প্রদায়িক চেতনার বাণী। এসময় তাদের উৎসাহ দিতে দেখা যায়, বিশ্বনাথ উপজেলা পরিষদ চেয়ারম্যান সুহেল আহমদ চৌধুুরী ও বিশ্বনাথ প্রেসক্লাবের সাবেক সভাপতি রফিকুল ইসলাম জুুবায়েরকে।
বিশ্বনাথের একঝাঁক তারুণ্যদীপ্ত শিক্ষার্থীদের সংগঠন ‘রেসকিউ লাইফ ফাউন্ডেশন’র সভাপতি আবদুন নূর তুষার জানান, দেশটা জাতি-ধর্ম-বর্ণ নির্বিশেষে সকলের। যেহেতু আমরা ছাত্রজনতা রক্তের বিনিময়ে স্বৈরাচার হটিয়ে দেশ স্বাধীন করেছি, সেহেতু এদেশের প্রতিটি স্থাপনা রক্ষা ও এসবের সৌন্দর্য্য বর্ধনের দায়িত্বও আমাদের। আগের সবকিছু ভুলে নতুন উন্মাদনায় দেশটা আমাদেরই গড়তে হবে। এখন থেকে দেশের হয়ে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
বিডি-প্রতিদিন/শআ