বিএনপির বরিশাল বিভাগীয় সাংগঠনিক সম্পাদক পদ স্থগিত হওয়া বিলকিস জাহান শিরিণের পক্ষে বিবৃতি দেওয়ায় মহানগর যুবদলের সভাপতি ও সম্পাদককে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দিয়েছে কেন্দ্রীয় কমিটি।
বুধবার বরিশাল মহানগর যুবদলের ভারপ্রাপ্ত সভাপতি মাকসুদুর রহমান মাসুদ ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম জাহানকে শোকজ নোটিশ দেয়া হয়।
যুবদলের দফতর সম্পাদক নুরুল ইসলাম সোহেল স্বাক্ষরিত নোটিশে উল্লেখ করা হয়, পদ স্থগিত হওয়া বিএনপি নেত্রীর পক্ষে বিবৃতি দিয়ে বিএনপির দেয়া সাংগঠনিক সিদ্ধান্ত চ্যালেঞ্জ করা হয়েছে। তাই তাদের বিরুদ্ধে কেন সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে না তা তিন দিনের মধ্যে যুবদলের কেন্দ্রীয় কমিটির সভাপতি আব্দুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নুরুল ইসলাম নয়নের সামনে হাজির হয়ে জবাব দিতে বলা হয়েছে।
বিডি প্রতিদিন/আরাফাত