সিলেট নগরীর শিবগঞ্জ সোনারপাড়া এলাকার একটি বাসার জানালার গ্রিলে ঝুলন্ত অবস্থায় এক শিশু গৃহকর্মীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার দুপুরে সোনারপাড়া নবারুন ১০৮ নম্বর বাসা থেকে সীমা বেগম (১২) নামের ওই শিশু গৃহকর্মীর লাশ উদ্ধার করা হয়।
সীমা কানাইঘাট উপজেলার আবুল কালামের মেয়ে। সীমা অনেকদিন ধরে সোনারপাড়ার মইনুর রহমানের বাসায় গৃহকর্মীর কাজ করে আসছিল।
শাহপরাণ থানার ওসি মনির হোসাইন জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে এটি আত্মহত্যা। তবে আত্মহত্যার নেপথ্যে কী কারণ থাকতে পারে সেটা তদন্ত করে দেখা হচ্ছে। শিশুটির পরিবারের পক্ষ থেকে লিখিত কোন অভিযোগ দেওয়া হলে সেটাও তদন্ত করা হবে।
বিডি প্রতিদিন/আরাফাত