সিলেট-ফেঞ্চুগঞ্জ-রাজনগর-মৌলভীবাজার সড়কের ফেঞ্চুগঞ্জ সেতুতে ফের টোল আদায় শুরু হচ্ছে আজ।
টোলপ্লাজা সংস্কার শেষে সিলেট সড়ক বিভাগ টোল আদায়ের উদ্যোগ নিয়েছে বলে এক বিজ্ঞপ্তিতে জানিয়েছেন সড়ক ও জনপথ (সওজ) সিলেটের নির্বাহী প্রকৌশলী আমির হোসেন।
জানা গেছে, গত কিছুদিন ধরে ত্রুটির কারণে ফেঞ্চুগঞ্জ টোলপ্লাজাটি ক্ষতিগ্রস্ত হয়। ফলে সাময়িক সময়ের জন্য টোল আদায় বন্ধ থাকে। প্রয়োজনীয় মেরামত কাজ শেষে টোলপ্লাজাটি সচল করেছে সওজ। ফলে আজ বৃহস্পতিবার বেলা ২টা থেকে পুনরায় টোল আদায় শুরু হচ্ছে।
এক বিজ্ঞপ্তিতে সওজ সিলেটের নির্বাহী প্রকৌশলী আমির হোসেন জানান, আজ বৃহস্পতিবার বেলা ২টা থেকে মৌলভীবাজার-রাজনগর-ফেঞ্চুগঞ্জ-সিলেট সড়কের (এন ২০৮) ৩৬তম কিলোমিটারে অবস্থিত ফেঞ্চুগঞ্জ টোলপ্লাজায় পুনরায় টোল আদায় শুরু হচ্ছে। সরকারি রাজস্ব আদায়ের স্বার্থে সংশ্লিষ্ট সকলের সহযোগিতা কামনা করেন তিনি।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন