সিলেটের গোয়াইনঘাটের কোয়ারি এলাকার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ বালু, পাথর ও নৌকা জব্দ করেছে টাস্কফোর্স। সোমবার ভোর ৫টা থেকে সকাল সাড়ে ৯টা পর্যন্ত উপজেলা প্রশাসন, পরিবেশ অধিদপ্তর, বিজিবি ও পুলিশের সমন্বয়ে টাস্কফোর্সের এই অভিযান চালানো হয়।
গোয়াইনঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. তৌহিদুল ইসলামের নেতৃত্বে পরিচালিত অভিযানে কাঠের তৈরি ৭শ’ নৌকা, ৯ লাখ ৬৬ হাজার ঘনফুট বালু, ১০ হাজার ঘনফুট পাথর ও পাথর ভাঙার দুটি মেশিন জব্দ করা হয়।
অভিযানকালে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন- গোয়াইনঘাটের সহকারী কমিশনার (ভ‚মি) মো. সাইদুল ইসলাম, পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. বদরুল হুদা, বিজিবি ৪৮ ব্যাটালিয়নের ভারপ্রাপ্ত কোয়ার্টার মাস্টার মো. ফারুক হোসেন ও গোয়াইনঘাট থানার উপপরিদর্শক ফখরুল ইসলাম।
বিডি প্রতিদিন/এএম