সিলেটে ভারত থেকে আসা চোরাই চিনির ট্রাক ছিনতাইয়ের চেষ্টার অভিযোগে আটক বিএনপির দুই নেতাকে এবার কেন্দ্র থেকে স্থায়ীভাবে বহিষ্কার করা হয়েছে। সোমবার (১৪ অক্টোবর) রাতে বিএনপির কেন্দ্রীয় সিনিয়র যুগ্ম মহাসচিব এডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে তাদেরকে সংগঠন থেকে স্থায়ীভাবে বহিষ্কার করা হয়।
এর আগে, মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি মিফতাহ সিদ্দিকী ও সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরী রবিবার রাতে ওই দুই নেতাকে সাময়িক বহিষ্কার করেছিলেন। বহিষ্কৃত সেই দুই নেতা হলেন- সিলেট মহানগরীর ২৫নং ওয়ার্ডের সাধারণ সম্পাদক মো. সুলেমান হোসেন সুমন ও ২৬নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক আবদুল মান্নান।
এদিকে, চিনির ট্রাক ছিনতাইয়ের চেষ্টার অভিযোগে আটক বিএনপির দুই নেতা ও চোরাচালানের সাথে জড়িত চারজনের বিরুদ্ধে সিলেটের ওসমানীনগর থানায় মামলা হয়েছে। সোমবার রাতে পুলিশ বাদী হয়ে থানায় মামলাটি দায়ের করে। বিষয়টি নিশ্চিত করেছেন ওসমানীনগর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আশরাফুজ্জামান।
পুলিশ জানায়, ওসমানীনগর থানার এসআই মো. শফিকুল ইসলাম বাদী হয়ে বিএনপির দুই নেতাসহ চারজনের নামোল্লেখসহ অজ্ঞাত ৮-১০ জনের বিরুদ্ধে ছিনতাই মামলা দায়ের করা হয়েছে। আর আটক ৪ চোরাকারবারীসহ ৯ জনকে অভিযুক্ত করে বিশেষ ক্ষমতা আইনী মামলা হয়েছে।
প্রসঙ্গত, গত রবিবার রাত সাড়ে ১১টার দিকে সিলেট-ঢাকা মহাসড়কের ওসমানীনগর উপজেলার সাদিপুর সেতুর কাছে ভারতীয় চোরাই চিনি বোঝাই ট্রাক ছিনতাইয়ের চেষ্টাকালে বিএনপির দুই নেতা ও চার চোরাকারবারীকে আটক করে পুলিশে দেয় জনতা। এসময় কয়েকজন ছিনতাইকারী ও চোরাকারবারী পালিয়ে যায়।
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ