শনিবার, ২৫ এপ্রিল, ২০১৫ ০০:০০ টা

গরুর খামার গড়ে তুলুন

জাতীয় দৈনিকের খবর অনুযায়ী ভারত সরকার ভারতের গরু ব্যবসায়ী ও খামার মালিকদের ৩১ হাজার রুপি ভর্তুকি দিয়ে হলেও বাংলাদেশে গরু রপ্তানি সম্পূর্ণ বন্ধ করে দেবে। বাংলাদেশে লাখ লাখ শিক্ষিত যুবক বেকার। সরকার বা শিল্পপতিরা বিশেষ প্রজেক্ট তৈরি করে, বিশেষ করে গরু পালনে প্রতি জেলা, উপজেলা, ইউনিয়ন, গ্রামগঞ্জে ব্যাপকভিত্তিক বিনিয়োগ করে, তবে অল্প কয়েক বছরেই গরুর সংখ্যা বৃদ্ধি পেয়ে কম মূল্যে গরুর মাংস ও দুধ পাওয়া যাবে। চামড়া রপ্তানি করা যাবে, গরুর বর্জ্য দিয়ে জৈব সার উৎপাদন ও বিদ্যুৎ উৎপাদন করা যাবে এবং বিপুল পরিমাণে বৈদেশিক মুদ্রা সাশ্রয় হবে। এ বিষয়ে সরকার ও বেসরকারি বিনিয়োগকারীদের দৃষ্টি আকর্ষণ করছি।

এম এ সাত্তার রূপনগর আবাসিক এলাকা, পল্লবী মিরপুর, ঢাকা।

 

সর্বশেষ খবর