১৭ জানুয়ারি, ২০১৮ ১৮:২১

চসিকে স্পট লাইসেন্স প্রদান ও কর আদায়

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম:

চসিকে স্পট লাইসেন্স প্রদান ও কর আদায়

চট্টগ্রাম সিটি কর্পোরেশন (চসিক) রাজস্ব আদায়ে গতিশীলতা আনতে ৮টি সার্কেলে প্রতিদিন স্পট লাইসেন্স প্রদান ও কর আদায় কার্যক্রম শুরু হয়েছে। আজ বুধবার ৪ নং সার্কেলে ২৭টি নতুন ও ৩১টি পুরাতন লাইসেন্স নবায়ন করা হয়েছে। এ সার্কেলের আওতাধীন পশ্চিম মাদারবাড়ী, পূর্ব মাদারবাড়ী, আলকরন, ফিরিঙ্গি বাজার ও পাথরঘাটা ওয়ার্ডের ব্যবসায়ী ও হোল্ডারদের সুবিধার্থে স্পট ট্রেড লাইসেন্স বিতরণ ও পৌরকর আদায় করা হয়।   

চসিকের প্রধান রাজস্ব কর্মকর্তা ড. মুহাম্মদ মুস্তাফিজুর রহমান বলেন, স্পট সেবা প্রদান কর্মসূচির অধীনে লাইসেন্স বাবদ এক লক্ষ ১৬ হাজার ৬ শত ৫০ টাকা এবং হোল্ডিং ট্যাক্স বাবদ এক লক্ষ ৬৫ হাজার ৫৬৩ টাকা আদায় করা হয়েছে। স্পট লাইসেন্স প্রদান কার্যক্রম চলমান থাকবে।

বিডি প্রতিদিন/এ মজুমদার

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর