১৮ ফেব্রুয়ারি, ২০১৮ ১৮:২৩

চট্টগ্রামে ঐতিহাসিক দরসুল কোরআন মাহফিল ২৪ ফেব্রুয়ারি

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

চট্টগ্রামে ঐতিহাসিক দরসুল কোরআন মাহফিল ২৪ ফেব্রুয়ারি

সেবামূলক সংস্থা আঞ্জুমানে খুদ্দামুল মুসলেমিন বাংলাদেশের উদ্যোগে ১৫তম ঐতিহাসিক পবিত্র দরসুল কোরআন মাহফিল আগামী ২৪ ফেব্রুয়ারি চট্টগ্রাম জমিয়তুল ফালাহ ময়দানে বিকাল ২টায় অনুষ্ঠিত হবে। এবারের মাহফিলে ৫০ হাজার মানুষের সমাগমের প্রস্তুতি চলছে। রবিবার দুপুরে চট্টগ্রাম প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে মাহফিল প্রস্তুতি কমিটির সচিব স ম হামেদ হোসাইন এ সব তথ্য জানান। 

এ সময় সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন প্রস্তুতি কমিটির আহ্বায়ক অ্যাডভোকেট এম আবু নাছের তালুকদার। উপস্থিত ছিলেন সংগঠনের চেয়ারম্যান আল্লামা কাজী জসিম উদ্দিন, অধ্যক্ষ আল্লামা এস এম ফরিদ উদ্দিন, আঞ্জুমানের সচিব অধ্যাপক আ মা ম মুবিন, এস এম সিরাজ উদ্দিন তৈয়্যবী, অধ্যক্ষ এম ইব্রাহিম আখতারী, এ এম মঈন উদ্দিন চৌধুরী হালিম, অধ্যাপক সৈয়দ হাফেজ আহমদ, আবদুর রহমান মান্না, মহিউল আলম চৌধুরী, মাওলানা নিজাম উদ্দিন আলকাদেরী, মুহাম্মদ মোজাম্মেল হোসেন, মুহাম্মদ আবদুল্লাহ আল রেজা, লায়ন মুহাম্মদ এমরান, এইচ এম নাছির উদ্দিন, মীজা মুহাম্মদ মহসিন, মুহাম্মদ নেজাম উদ্দিন, মুহাম্মদ রফিক উদ্দিন ও কাজী সুলতান আহমদ প্রমুখ।

লিখিত বক্তব্যে বলা হয়, ‘ইসলাম শান্তির, সম্প্রীতি ও সৌহার্দ্যরে ধর্ম হলেও এক শ্রেণীর মানুষ শ্বাসত এই ধর্মের নামে জঙ্গিবাদী অপতৎপরতা চালাচ্ছে। দরসুল কোরআন মাহফিলের মাধ্যমে আমরা আপামর জনতার কাছে ইসলামের প্রকৃত মর্মার্থ তুলে ধরতে চাই। এটিই দরসুল কোরআনের মূল লক্ষ্য।’

বিডি-প্রতিদিন/১৮ ফেব্রুয়ারি, ২০১৮/মাহবুব

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর