২০ ফেব্রুয়ারি, ২০১৮ ১৬:০৩

অবৈধ সম্পদ অর্জনের অপরাধে ইউপি চেয়ারম্যানের কারাদণ্ড

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

অবৈধ সম্পদ অর্জনের অপরাধে ইউপি চেয়ারম্যানের কারাদণ্ড

অবৈধ সম্পদ অর্জনের অপরাধে চট্টগ্রামের বোয়ালখালীর চরণদ্বীপ ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান নুরুল হককে কারাদণ্ড দিয়েছেন আদালত। প্রায় ৫১ লাখ ৬২ হাজার ২১৭ টাকার অবৈধ সম্পদ অর্জনের অপরাধে তাকে চার বছরের সশ্রম কারাদণ্ড দেয়া হয়েছে। 

একই রায়ে সম্পদ রাষ্ট্রের অনুকূলে বাজেয়াপ্ত এবং সমপরিমাণ টাকা জরিমানা দিতে ব্যর্থ হলে আরও তিন মাস কারাভোগ করতে হবে। মঙ্গলবার চট্টগ্রাম বিভাগীয় বিশেষ জজ মো. রুহুল আমিন এ রায় দেন বলে জানান দুর্নীতি দমন কমিশনের (দুদক) পিপি অ্যাডভোকেট মাহমুদুল হক মাহমুদ। তিনি বলেন, দণ্ডবিধির ২৬ (২) ধারায় ধারায় আসামিকে এক বছর এবং ২৭ (১) ধারায় ৩ বছরের কারাদণ্ড  দেয়া হয়েছে। উভয় সাজা একসঙ্গে কার্যকর হবে। তবে এ রায় ঘোষণার সময় আদালতে হাজির সাবেক এ চেয়ারম্যানকে কারাগারে পাঠানো হয়েছে।

আদালত সূত্রে জানা যায়, ২০০৯ সালের ৯ ডিসেম্বর নগরীর কোতয়ালী থানায় নূরুল হকের বিরুদ্ধে মামলাটি দায়ের করেন দুর্নীতি দমন কমিশনের জেলা কার্যালয়ের সহকারি পরিচালক জালাল উদ্দিন আহমেদ। ২০১০ সালের ৩০ জুন সহকারি পরিচালক আমিরুল ইসলাম অভিযোগপত্র দেন। ২০১২ সালের ২ জানুয়ারি আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দেন আদালত। মামলায় মোট ১৭ জনের সাক্ষ্য নেওয়া হয়। ২০০৩ সালের ১৭ ফেব্রুয়ারি বিএনপি সমর্থিত প্রার্থী হিসেবে ইউপি চেয়ারম্যান নির্বাচিত হয়েছিলেন নূরুল হক।

বিডি প্রতিদিন/২০ ফেব্রুয়ারি, ২০১৮/ফারজানা

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর