২৬ ফেব্রুয়ারি, ২০১৮ ১৭:৩৮

২০০ বছরের পুরনো পুকুর ভরাটের দায়ে ২ জনের কারাদণ্ড

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম:

২০০ বছরের পুরনো পুকুর ভরাটের দায়ে ২ জনের কারাদণ্ড

২০০ বছরের পুরনো একটি পুকুর অবৈধভাবে ভরাটের দায়ে দুই জনকে ৬ মাস করে কারাদণ্ড দিয়েছে পরিবেশ অধিদপ্তরের ভ্রাম্যমাণ আদালত। তারা হলেন- বাড়বকুন্ডের বাসিন্দা আনোয়ার (৩৫) ও রাসেল (৪০)। তারা ওই পুকুর ভরাটের ঠিকাদারি কাজে জাড়িত ছিলেন। আদালত তাদেরকে ছয় মাস করে কারাদণ্ড দেওয়ার পাশাপাশি এক লাখ টাকা করে জরিমানা, অনাদায়ে আরও তিন মাস করে কারাদণ্ড দিয়েছে। রবিবার রাতে দুই জনকে গ্রেফতারের পর আদালত পরিচালনা করেন পরিবেশ অধিদপ্তর চট্টগ্রাম অঞ্চলের নিবার্হী ম্যাজিস্ট্রেট কাজী শহীদুল ইসলাম।

পরিবেশ অধিদপ্তর চট্টগ্রাম অঞ্চলের সহকারী পরিচালক বদরুল হুদা বলেন, ২০১০ সালের সংশোধিত পরিবেশ সংরক্ষণ আইনের ৬(ঙ) ধারা অনুযায়ী, জলাধার হিসাবে চিহ্নিত যে কোনো জায়গা ভরাট করার ক্ষেত্রে পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র নিতে হয়। তারা কোনো অনুমতি না নিয়েই প্রায় চার একর জায়গার ওপর ‘নুরুর মার দীঘি’ নামের ওই পুরনো জলাশয়টি ভরাট করছিল। অবৈধ ভাবে পুকুর ভরাটের দায়ে তাদের জেল ও জরিমানা করা হয়।

বিডি প্রতিদিন/মজুমদার

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর