Bangladesh Pratidin

প্রকাশ : ১৪ মার্চ, ২০১৮ ১৯:২৯ অনলাইন ভার্সন
যুবলীগ চেয়ারম্যান ওমর ফারুক চট্টগ্রামে যাচ্ছেন বৃস্পতিবার
নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম:
যুবলীগ চেয়ারম্যান ওমর ফারুক চট্টগ্রামে যাচ্ছেন বৃস্পতিবার
bd-pratidin

আগামী ২১ মার্চ বুধবার দক্ষিণ চট্টগ্রামের পটিয়াতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার জনসভা অনুষ্ঠিত হবে। এ উপলক্ষে আওয়ামী যুবলীগের চেয়ারম্যান আলহাজ্ব ওমর ফারুক চৌধুরী চট্টগ্রামে যাচ্ছেন আগামীকাল। তিনি সকাল ১০টায় একটি বেসরকারি বিমানযোগে এসে চট্টগ্রামে এসে পটিয়া আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠে বেলা ২টায় আওয়ামী যুবলীগ চট্টগ্রাম বিভাগীয় প্রতিনিধি সভায় প্রধান অতিথির বক্তব্য রাখবেন। তাছাড়া সাধারণ সম্পাদক মো. হারুন অর রশীদ প্রধান বক্তা থাকবেন বলে জানান নগর যুবলীগের আহবায়ক কমিটির অন্যতম সদস্য শেখ নাছির আহমেদ।

দলীয় সূত্রে জানা যায়, যুবলীগের বিভাগীয় প্রতিনিধি সভায় চট্টগ্রাম উত্তর, দক্ষিণ, মহানগর, কক্সবাজার ও পার্বত্য জেলা সমূহের মাননীয় সংসদ সদস্য, কেন্দ্রীয়, জেলা, উপজেলা, থানা, ওয়ার্ড ও ইউনিয়ন পর্যায়ের যুবলীগের প্রতিনিধিগণ, আওয়ামী লীগ ও অঙ্গ সহযোগি সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত থাকবেন। 

দিনের কর্মসূচি শেষ করে যুবলীগ চেয়ারম্যান রাতেই বিমানযোগে ঢাকায় ফিরে যাবেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনার জনসভা সফল করতে, যুবলীগ চট্টগ্রাম বিভাগীয় প্রতিনিধি সভা সফল করতে চট্টগ্রাম দক্ষিণ জেলা যুবলীগের সভাপতি আ ন ম টিপু সুলতান চৌধুরী, সাধারণ সম্পাদক অধ্যাপক পার্থ সারথি চৌধুরী, চট্টগ্রাম মহানগর যুবলীগ যুগ্ম আহ্বায়ক ফরিদ মাহমুদ, দিদারুল আলম দিদার, মাহবুবুল হক সুমন, উত্তর জেলার সভাপতি এস এম আল মামুন, সাধারণ সম্পাদক এস. এম রাশেদুল আলম সকল নেতাকর্মীদের প্রতি অনুরোধ জানিয়েছেন।

বিডি প্রতিদিন/এ মজুমদার

আপনার মন্তব্য

এই পাতার আরো খবর
up-arrow