১৯ মার্চ, ২০১৮ ১৮:১৬

রেলওয়ে নিরাপত্তা বাহিনীর র‌্যালি ও সমাবেশ

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

রেলওয়ে নিরাপত্তা বাহিনীর র‌্যালি ও সমাবেশ

রেলওয়ে নিরাপত্তা বাহিনী (আরএনবি) চট্টগ্রাম বিভাগের উদ্যোগে র‌্যালি ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। চলন্ত ট্রেনে দুস্কৃতিকারীদের পাথর নিক্ষেপ, নাশকতা, রেল চলাচলে বাধাসহ নানাবিধ সমস্যা দূরীকরণে জনসচেতনতামূলক এই র‌্যালি ও সমাবেশের আয়োজন করা হয়। সোমবার সকালে আয়োজিত এ কর্মসূচিতে রেলওয়ের সকল বিভাগের দায়িত্বশীল কর্মকর্তাসহ শ্রমিক সংগঠনের নেতারাও উপস্থিত ছিলেন।

এসময় সাধারণ মানুষের মাঝে বিভিন্ন দিক তুলে ধরে নাশকতা প্রতিরোধে কৌশলের সঙ্গে কাজ করা এবং বিভিন্ন ধরণের প্রচারপত্রও বিতরণ করা হয়। আগামী সপ্তাহে ঢাকা বিভাগও এমন আয়োজনের পাশাপাশি সারাদেশে পর্যায়ক্রমে আরএনবি এ কাজ করবেন বলে নিরাপত্তা বাহিনীর সূত্রে জানা গেছে।

র‌্যালি পরবর্তী সমাবশে বক্তারা বলেন, রেলওয়েতে নাশকতা ও অপরাধের বিভিন্ন ধরন, প্রতিরোধের কৌশল এবং দেশের প্রচলিত আইনে এ সকল অপরাধের শাস্তি সম্পর্কে সবাইকে সচেতন করা হয়। 

বিডি প্রতিদিন/১৯ মার্চ, ২০১৮/ফারজানা

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর