শিরোনাম
২১ মার্চ, ২০১৮ ২০:১০

চট্টগ্রামে বকেয়া বেতনের দাবিতে পোশাক শ্রমিকদের সড়ক অবরোধ

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

চট্টগ্রামে বকেয়া বেতনের দাবিতে পোশাক শ্রমিকদের সড়ক অবরোধ

চট্টগ্রাম নগরের বায়েজিদ বোস্তামী থানার অক্সিজেন এলাকায় পোশাক কারখানার শ্রমিকরা বকেয়া বেতনের দাবিতে সড়ক অবরোধ করেছে।

বুধবার দুপুরে বটতল মাজার গেইট এলাকায় চট্টগ্রাম-হাটহাজারী সড়ক অবরোধ করে শ্রমিকরা বিক্ষোভ করেন। এতে দুর্ভোগে পড়েন উত্তর চট্টগ্রাম এবং রাঙামাটি ও খাগড়াছড়ি জেলার মানুষেরা।

পরে খবর পেয়ে পুলিশ মালিক ও শ্রমিকের সঙ্গে কথা বলে বেতন পরিশোধের আশ্বাস দিলে শ্রমিকরা সড়ক থেকে সরে যায়।  

বায়েজিদ থানা পুলিশ সূত্রে জানা যায়, গত ফেব্রুয়ারি মাসে বেতন এখনও পাননি তারা। মালিক পক্ষ বুধবার বেতন দেওয়ার কথা বলেছিল। কিন্তু কারখানায় গিয়ে শ্রমিকরা বেতন পাননি। তাই বকেয়া বেতনের দাবিতে বিক্ষুব্ধ শ্রমিকরা সড়ক অবরোধ করে। পরে মালিক পক্ষ বেতন দেওয়ার প্রতিশ্রুতি দিলে শ্রমিকরা চলে যায়।  

বায়েজিদ বোস্তামি থানার ওসি সাইরুল ইসলাম বলেন, ‘ফেব্রুয়ারি মাসের বেতন না পেয়ে শ্রমিকরা বিক্ষোভ করেছিল। মালিক পক্ষ বেতন পরিশোধের আশ্বাস দিলে তারা অবরোধ তুলে নেয়।’

বিডি-প্রতিদিন/ সালাহ উদ্দীন

সর্বশেষ খবর