২২ মার্চ, ২০১৮ ২০:৫৪

রেলওয়ে মেন্স স্টোরসে নির্বাচন, প্রার্থীদের নির্ঘুম প্রচারণা

সাইদুল ইসলাম, চট্টগ্রাম

রেলওয়ে মেন্স স্টোরসে নির্বাচন, প্রার্থীদের নির্ঘুম প্রচারণা

রেলওয়ে মেন্স স্টোরস লিমিটেডের নির্বাচনে নির্ঘুম প্রচারণা চালানো শুরু করেছেন সম্ভাব্য পরিচালক প্রার্থীরা। প্রতিটি ভোটারের পাশাপাশি ভোটের নেপথ্যে কাজ করছেন এমন শক্তিশালী ভোটারের কাছেও যাচ্ছেন পরিচালক প্রার্থীরা। 

রেলওয়ে শ্রমিক লীগের কেন্দ্রীয় নেতা সিরাজুল ইসলাম ও লোকমান হোসেনের পাশাপাশি অন্য দলের সম্ভাব্য পরিচালক প্রার্থী থাকলেও এখানে মূলত পরিচালক প্রার্থীদের মধ্যে যোগ্যতা, সততা, ত্যাগ, অনিয়ম-দুর্নীতির বিরুদ্ধে কথা বলতে পারবেন এমন পরিচালক প্রার্থীদের জয়ী করবেন বলে জানান একাধিক ভোটার বা শেয়ার হোল্ডার।

অভিযোগ রয়েছে, এ নির্বাচনে ভোটারদের মাঝে কয়েকজন পরিচালক প্রার্থী কৌশলে টাকা দিয়ে ভোট কেনার চেষ্টা করছেন। নির্বাচনে ভোটারদের আকৃষ্ট বা প্রার্থীর পক্ষে নজরে আনতে পক্ষে-বিপক্ষে নানাভাবে মিথ্যা তথ্য ও যোগ্যতার প্রশ্নেও কথা বলছেন। আবার জাল ভোটেরও আশঙ্কা করছে অনেকেই। তাছাড়া নানা কৌশলে দীর্ঘ বছর ধরেই এ প্রতিষ্ঠানের সচিব হিসেবেও দায়িত্ব পালন করছেন একই ব্যক্তি। সে বিষয়ে ভোটার ও পরিচালকরা প্রকাশ্যে কিছু বলতে না পারলেও গুঞ্জণ রয়েছে দীর্ঘদিন ধরেই।

শুক্রবার সকাল ১০টা থেকেই রেলওয়ে মেন্স স্টোরস লিমিটেডের নির্বাচন রেলওয়ে হাসপাতাল কলোনি উচ্চ বিদ্যালয়ে অনুষ্ঠিত হবে। এতে সাতজন পরিচালক প্রার্থীর মধ্যে তিনজন পরিচালক নির্বাচিত হবেন। প্রার্থীদের মধ্যে খন্দকার সাইফুল ইসলাম মামুন (ব্যালট নং-২), সাজ্জাদ হোসেন মজুমদার সুজন (ব্যালট নং-৬), সাঈদ খোকন (ব্যালট নং-৪), শামীম শাহরীয়ার, সরোয়ারী মজুমদার, লোকমান হাকিম ও জাকির হাসান।

পরিচালক প্রার্থী খন্দকার সাইফুল ইসলাম মামুন বলেন, ভোটাররা যোগ্যতা, সততা ও নিষ্টার সাথে কাজ করবেন এমন প্রার্থীদের নির্বাচিত করবেন। অতীতের কোন প্রকার ভুল ত্রুটি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখে প্রতিষ্ঠানের সুনাম অক্ষুন্ন রাখতে এবং সদস্যদের যথাযথভাবে মূল্যায়ন করতে সকলের ভোট প্রত্যাশা করছি।  

অপর দুই প্রার্থী সাঈদ খোকন ও সাজ্জাদ হোসেন সুজন বলেন, ন্যায়-নীতির মাধ্যমে এ প্রতিষ্ঠানের সকল কর্মকাণ্ড আরও গতিশীলভাবে এগিয়ে নেয়ার জন্য যোগ্য প্রার্থীদের ভোট দেয়ার প্রত্যাশা করছি। তবে দক্ষতা ও স্বচ্ছতার মধ্যেই আগামী দিনের উন্নয়নের কাজ করবেন বলেও জানান তারা।

প্রতিষ্ঠানে এক ভোটার বলেন, প্রতিবারের মতো এবারও ভোট হচ্ছে। এতে নানাবিধ তদবিরও চলছে প্রতিনিয়ত। এখানে ভোটারদের টাকা দেয়ারও তৎপরতা আছে। এগুলো বন্ধ করতে হবে। ভোটাররা যোগ্যতা ও সততা বিবেচনা করে পরিচালক নির্বাচিত করবেন বলেও জানান তিনি।

রেলওয়ে মেন্স স্টোরস লিমিটেডের প্রধান নির্বাহী ও নির্বাচন পরিচালনা কমিটির সদস্য সচিব সৈয়দ শাহাব উদ্দিন শামীম বলেন, এ নির্বাচনের জন্য সকল প্রকার প্রস্তুতি সম্পন্ন হয়েছে। এতে প্রায় ৪ হাজার শেয়ার হোল্ডার রয়েছে। চট্টগ্রামে রয়েছে প্রায় ২ হাজার ৪০০ শেয়ার হোল্ডার বা ভোটার। সংগঠনের গঠতন্ত্র মোতাবেক ৭ পরিচালক প্রার্থীর মধ্যে তিন জন নির্বাচিত হবেন বলেও জানান তিনি।

বিডি প্রতিদিন/২২ মার্চ ২০১৮/আরাফাত

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর