২৩ মার্চ, ২০১৮ ২০:৪৯

রেলের দুই শীর্ষ কর্মকর্তা চট্টগ্রামে আসছেন শনিবার

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

রেলের দুই শীর্ষ কর্মকর্তা চট্টগ্রামে আসছেন শনিবার

রেলওয়ে নিরাপত্তা বাহিনীর (আরএনবি) ৫১তম ব্যাচের সদস্যদের প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠানে রেলপথ মন্ত্রণালয়সহ বাংলাদেশ রেলওয়ের দুই শীর্ষ কর্মকর্তা চট্টগ্রাম আসছেন শনিবার।

তারা হলেন রেলপথ মন্ত্রণালয়ের সচিব মোঃ মোফাজ্জেল হোসেন, বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালক (ডিজি) প্রকৌশলী মোঃ আমজাদ হোসেন। তাছাড়া এ কুচকাওয়াজ অনুষ্ঠানে উক্ত শীর্ষ দুই কর্মকর্তা ছাড়াও রেলওয়ের উর্ধতন কর্মকর্তারা উপস্থিত থাকবেন।

শনিবার সকাল ৯টায় চট্টগ্রাম খুলশীস্থ রেলওয়ে নিরাপত্তা বাহিনীর ট্রেনিং সেন্টারে এ কুচকাওয়াজ অনুষ্ঠিত হবে। এতে ৫১তম ব্যাচের সদস্যদের মাঝে পদক বিতরণ করা হবে বলে জানান রেলওয়ে নিরাপত্তা বাহিনীর (আরএনবি) চীফ কমান্ড্যান্ট ইকবাল হোসেন। তবে পূর্বাঞ্চলের মহাব্যবস্থাপক (জিএম) সৈয়দ ফারুক আহমদকে ফোন করা হলেও রিসিভ করেননি।

এ অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন রেলপথ মন্ত্রণালয়ের সচিব মোঃ মোফাজ্জেল হোসেন, বিশেষ অতিথি থাকবেন বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালক (ডিজি) প্রকৌশলী মোঃ আমজাদ হোসেন। পূর্বাঞ্চল রেলওয়ে নিরাপত্তা বাহিনীর (আরএনবি) এ অনুষ্ঠানে প্যারেড পরিদর্শন, পদক বিতরণসহ দিন ব্যাপী নানাবিধ আয়োজন করা হয়েছে।

রেলওয়ে সূত্রে জানা যায়, রেলপথ মন্ত্রী মোঃ মুজিবুল হক এমপি ও রেলওয়ের মহাপরিচালক (ডিজি) প্রকৌশলী মোঃ আমজাদ হোসেনসহ উর্ধতন কর্মকর্তাদের নির্দেশনায় চলাচলরত ট্রেনে, রেলের স্থাপনায়সহ নানাবিধ গুরুত্বপূর্ণ স্থানে প্রতিনিয়ত কঠোর মনিটরিং ও নজরদারিতে রেখেছেন স্ব স্ব বিভাগের দায়িত্বশীলরা। আরো জানা গেছে, বর্তমান প্রচলিত আইনে রেলপথে নাশকতাকারীদের বিরুদ্ধে কঠোর শাস্তির বিধান রয়েছে, এছাড়াও রেলওয়ের স্থাবর অস্থাবর সম্পত্তি অবৈধ দখলদার গনের বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

বিডি-প্রতিদিন/ সালাহ উদ্দীন

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর