১৮ এপ্রিল, ২০১৮ ২০:২৫

জীবিত কন্যা সন্তান হয়ে গেল মৃত ছেলে!

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম:

জীবিত কন্যা সন্তান হয়ে গেল মৃত ছেলে!

নোয়াখালীর মাইজদীর রোকসানা আকতার (২১) গত ১৪ এপ্রিল একটি কন্যা সন্তান জন্ম দেন।পরে নিউমোনিয়ায় আক্রান্ত হলে শিশুটিকে প্রথমে নোয়াখালীর মা ও মণি হাসপাতাল, পরে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের শিশু বিভাগ, এর পর বেসরকারি চাইল্ড কেয়ার ক্লিনিকে ভর্তি করা হয়। 

ভর্তি থাকাকালে শেভরন ও ট্রিটমেন্টে বিভিন্ন রোগ নিরূপণ করা হয়। এ সব সেবা ও রোগ নির্ণয় কেন্দ্রের সব রেজিস্ট্রারে ছিল রোকসানা আকতারের কন্যা সন্তান হিসাবে। কিন্তু গত মঙ্গলবার সকালে শিশুটিকে মৃত ঘোষণা করে চাইল্ড কেয়ার। এরপর প্যাকেট করে তুলে দেওয়া হয় মায়ের হাতে। দাফনের জন্য নিয়ে যাওয়া হয় নোয়াখালীর গ্রামের বাড়ি। কিন্তু বিধি বাম, গোসল দেওয়ার সময় দেখা যায় মরদেহটি ছেলে সন্তানের। তাৎক্ষণিক ফের অ্যাম্বুল্যান্সে করে নিয়ে আসা হয় চট্টগ্রামে। মধ্যরাতে অভিযোগ দেন পাঁচলাইশ থানায়।

রোকসানা আক্তার বলেন, ‘ওই শিশুর মরদেহ নিয়ে আমরা সারা রাত অ্যাম্বুল্যান্সে বসেছিলাম থানার সামনে। ভোররাতে আমাকে জানানো হয় আমার মেয়ে পাওয়া গেছে। আইসিইউতে পাশের সিটের শিশুর সঙ্গে বদল হয়েছে। সকালে একটি অ্যাম্বুল্যান্সে এসে ছেলের মরদেহ নিয়ে যায় এবং আমাকে আমার মেয়ে ফেরত দেয় চাইল্ড কেয়ার। বর্তমানে তাকে আরেকটি বেসরকারি হাসপাতালের আইসিইউতে ভর্তি করেছি।’ তিনি বলেন, ‘যখন বাবুর মরদেহ প্যাকেট করে দেওয়া হয় তখন তারা বলেছিল, মা যেন বাবুর চেহারা না দেখে। বাবুর মুখে রক্ত লেগে আছে। তা দেখলে হার্ট অ্যাটাক করতে পারে।’   

রোকসানা আক্তার বলেন, ‘ওরা হয়তো আমার কন্যাকে অন্য কারো কাছে বিক্রি করে দিতে চেয়েছিল। যদি আমাকে অন্য কোনো কন্যার মরদেহ দেওয়া হতো আমি বুঝতেই পারতাম না। এখন আমার দাবি, চাইল্ড কেয়ার আমার সঙ্গে যা করল আর কোনো মায়ের সঙ্গে যেন এমন না করে। তাদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই।’

জানা যায়, বর্তমানে শিশুটি নগরের একটি বেসরকারি হাসপাতালের আইসিইউতে রাখা হয়েছে। চিকিৎসকরা বলছেন, শিশুটির বেশ অসুস্থ। জন্মের পর ব্রেনে অক্সিজেন পৌঁছেনি। খিঁচুনি ও ইনফেকশন আছে। মেডিকেল বোর্ড গঠন করে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।’

আজ বিকালে প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে এ ঘটনায় দুঃখপ্রকাশ করে চাইল্ড কেয়ার কর্তৃপক্ষ বলছে, ‘প্রকৃত ঘটনা তদন্তে তিন সদস্য বিশিষ্ট একটি কমিটি গঠন করা হয়েছে। তদন্ত সাপেক্ষে দোষীদের শাস্তির ব্যবস্থা করা হবে।’ 

বিডি প্রতিদিন/এ মজুমদার

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর