২২ এপ্রিল, ২০১৮ ১৭:৫২

'জনগণের অধিকার সংরক্ষণে স্বাধীন বিচার বিভাগের বিকল্প নেই'

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম:

'জনগণের অধিকার সংরক্ষণে স্বাধীন বিচার বিভাগের বিকল্প নেই'

ফাইল ছবি

বিএনপির ভাইস চেয়ারম্যান মীর মোহাম্মদ নাছির উদ্দিন বলেছেন, বিচার বিভাগ সংবিধানের রক্ষক। সাধারণ মানুষের অধিকার রক্ষায় জাতির অভিভাবক হিসেবে বিশাল দায়িত্ব রয়েছে বিচার বিভাগের। তাই জনগণের অধিকার সংরক্ষণে স্বাধীন বিচার বিভাগের কোন বিকল্প নেই। 

আজ রবিবার বিকালে চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতি মিলনায়তনে জেলা আইনজীবী ঐক্য পরিষদ আয়োজিত এক সমাবেশে মীর নাছির এ কথা বলেন। 

আসন্ন বাংলাদেশ বার কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে এই আইনজীবী সমাবেশের আয়োজন করা হয়। ঐক্য পরিষদ নেতা অ্যাড. মকবুল কাদের চৌধুরী সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য রাখেন বার কাউন্সিলের সাবেক সদস্য অ্যাড. কবির চৌধুরী, বার কাউন্সিল নির্বাচনে সদস্য পদ প্রার্থী ও জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সভাপতি অ্যাড. দেলোয়ার হোসেন চৌধুরী ।

মীর নাছির বলেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ক্ষমতাসীন সরকার একটি গভীর নীল নক্শা প্রণয়ন করেছে। বিচারের নামে প্রহসনের মাধ্যমে বেগম খালেদা জিয়াসহ নেতাকর্মীদের জেলে রেখে সে নীল নক্শা বাস্তবায়নে আওয়ামী লীগ ওঠে পড়ে লেগেছে।  

জেলা আইনজীবী ফোরামের সাধারণ সম্পাদক অ্যাড. জহুরুল আলমের পরিচালনায় অন্যান্যর মধ্যে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সাবেক সভাপতি এডভোকেট আব্দুস সাত্তার, সহ-সভাপতি অ্যাড. এস.ইউ এম নুরুল ইসলাম, অ্যাড. জেলা আইজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক এড. এনামুল হক চৌধুরী, জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক এডভোকেট নাজিম উদ্দিন চৌধুরী, এডভোকেট আব্দুস সাত্তার সরওয়ার, এডভোকেট আব্দুল মালেক, এড. ইফতেখার হোসেন চৌধুরী মহসিন, এড. তারিক আহমদ প্রমুখ।

বিডি প্রতিদিন/ মজুমদার

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর