২৩ এপ্রিল, ২০১৮ ১৯:০১

রক্তই রুখে দিয়েছে ধর্ষণ!

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

রক্তই রুখে দিয়েছে ধর্ষণ!

প্রতীকী ছবি

নিজের রক্ত ঝরিয়ে ধর্ষণের প্রচেষ্টা রুখে দিয়েছেন এক তরুণী। নিজের সম্ভ্রম বাঁচাতে গিয়ে ওই তরুণীর নাক ও মুখ থেতলে দিয়েছে। ঘাড়ে করেছে প্রচণ্ড আঘাত। ভুক্তভোগী ওই তরুণী বর্তমানে বর্তমানে চমেক হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টার (ওসিসি) চিকিৎসাধীন রয়েছেন। 

রবিবার রাতে চট্টগ্রামের কর্ণফুলী উপজেলার বড় উঠান এলাকায় পাশবিক এই ঘটনা ঘটে। ভুক্তভোগী তরুণীটি একজন পোশাক শ্রমিক। কর্মস্থলের সুবাদে তিনি থাকেন মামার বাড়িতে।

চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল (চমেক) পুলিশ ফাঁড়ির পরিদর্শক জহিরুল ইসলাম বলেন, রবিবার রাতে গুরুতর আহত অবস্থায় তরুণীকে হাসপাতালের ওসিসিতে ভর্তি করা হয়। মেডিকেল পরীক্ষায় তরুণীটিকে ধর্ষণের আলামত পাওয়া যায়নি। তবে ধর্ষণ প্রতিরোধ করতে গিয়ে তরুণীটির মুখে, ঘাড়ে, গলায় রক্তাক্ত জখমের সৃষ্টি হয়। তাকে চিকিৎসা দেয়া হচ্ছে।

তরুণীর বরাত দিয়ে পুলিশ জানায়, ওই তরুণী পশ্চিম পটিয়ার কলেজবাজার এলাকায় ইনোভা গার্মেন্টসের একজন শ্রমিক। রবিবার ডিউটি শেষে রাত ৯টার দিকে পায়ে হেঁটে মামার বাড়িতে ফিরছিলেন তিনি। এসময় ওঁৎ পেতে থাকা দুই যুবক তরুণীকে জোরপূর্বক তুলে নিয়ে পার্শ্ববর্তী জঙলে নিয়ে ধর্ষণের চেষ্টা চালায়। মেয়েটি জীবনের ঝুঁকি নিয়ে তাদের সেই চেষ্টা সফল হতে দেয়নি। তবে ধর্ষণচেষ্টা প্রতিরোধ করতে গিয়ে গুরুতর আহত হন এ তরুণী। 

প্রতিদিন সর্বোচ্চ রাত ৯টার মধ্যে কর্মস্থল থেকে বাড়ি ফেরেন ওই তরুণী। কিন্তু রবিবার ১০টায়ও বাড়ি না ফেরায় মেয়েটির হবু বর ও পরিবারের সদস্যরা উদ্বিগ্ন হয়ে পড়েন। স্বজনরা তার সন্ধানে বের হয়ে বাড়ির অদূরে রাস্তার ধারে ঝোপঝাড়ে মেয়েটির চিৎকার শুনতে পান। কাছে যেতেই দেখেন দুই যুবক দ্রুত সেখান থেকে পালিয়ে যাচ্ছে। এরপর তরুণীকে উদ্ধার করে চমেক হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস (ওসিসি) সেন্টারে ভর্তি করান তারা।

বিডি প্রতিদিন/২৩ এপ্রিল ২০১৮/আরাফাত

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর