২৩ এপ্রিল, ২০১৮ ২০:০৭

বন্দরে ৩ ট্রাক কসমেটিকস পণ্য জব্দ

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম:

বন্দরে ৩ ট্রাক কসমেটিকস পণ্য জব্দ

চট্টগ্রাম বন্দর দিয়ে মিথ্যা ঘোষণায় আনা তিন ট্রাক কসমেটিকস আটক করেছে কাস্টমস ও শুল্ক গোয়েন্দা বিভাগের কর্মকর্তারা। কসমেটিকস সামগ্রী গুলো ইন্দোনেশিয়া থেকে আনা হয়েছে বলে শুল্ক গোয়েন্দা সূত্রে জানা গেছে। 

সিঙ্গাপুর বন্দর থেকে কটনবল ও আর্টিফিশিয়াল ওয়েক্স ঘোষণায় আসা একটি কনটেইনার থেকে পণ্যসামগ্রী সিঅ্যান্ডএফ এজেন্ট এএনজে ট্রেড ইন্টারন্যাশনাল ট্রাক ভর্তি করে বুধবার। পণ্য নিয়ে ট্রাক দুটি বের হওয়ার সময় জব্দ করা হয়। 

শুল্ক গোয়েন্দা সূত্রে জানা গেছে, রবিবার চালানটির কায়িক পরীক্ষার সময় জালিয়াতির বিষয়টি নিশ্চিত হয় কাস্টম কর্মকর্তারা। 
শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের উপ-পরিচালক আরিফুল ইসলাম জানান, কটনবল ও আর্টিফিসিয়াল ওয়েক্স ঘোষণা দিয়ে চালানটি চট্টগ্রাম বন্দরে নিয়ে আসে একটি আমদানিকারক প্রতিষ্ঠান। কনটেইনার খুলে পণ্যগুলো ট্রাক তিনটিতে তোলা হয়। এ সময় গোপন সংবাদের ভিত্তিতে চালানটির খালাস প্রক্রিয়া স্থগিত করে কাস্টম কর্তৃপক্ষ। পণ্য ভর্তি ট্রাকগুলো বন্দর হেফাজতে রয়েছে। এগুলোর পুনরায় কায়িক পরীক্ষা করা হবে।

বিডি প্রতিদিন/ মজুমদার

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর