২৫ এপ্রিল, ২০১৮ ২১:১৭

ট্রেনের ছাদেই দুই শিশুর মর্মান্তিক মৃত্যু

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম:

ট্রেনের ছাদেই দুই শিশুর মর্মান্তিক মৃত্যু

আন্তঃনগর ‘সুবর্ণ এক্সপ্রেস’ ট্রেনের ছাদে বসা অজ্ঞাত পরিচয়ের দুই শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। মঙ্গলবার কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে উক্ত ট্রেনটি ছেড়ে বিমানবন্দর স্টেশনে পৌছে। সেই স্টেশন থেকেই পাচঁ শিশু ট্রেনের ছাদে উঠে সবার অজান্তে। ফেনী স্টেশনে কাছে আসলেই ওভার ব্রিজের সাথে ধাক্কা লেগে দুই শিশু মারাত্মক আঘাতে ঘটনা স্থলেই মারা যায়। এসময় আরো তিনজন আহত হয়েছে। তাছাড়া এ বিষয়ে তদন্ত কমিটিও করা হয়েছে। একই ট্রেনে থাকা আহত রায়হানের বরাত দিয়ে আজ বুধবার বিস্তারিত বিষয়টি জানান জিআরপি ওসি শহিদুল ইসলাম।

তিনি বাংলাদেশ প্রতিদিনকে আরো বলেন, আহত রায়হান জানিয়েছে তারা ছিন্নমূল শিশু। ট্রেনটি কমলাপুর থেকে বিমানবন্দর স্টেশনে পৌঁছলে তারা পাঁচ শিশু ছাদে উঠে বসে। ফেনী স্টেশনের কাছাকাছি এলে ছাদে লাফালাফি করার সময় একটি ওভার ব্রিজের সঙ্গে ধাক্কা খেয়ে আঘাত পেয়ে ঘটনাস্থলেই মারা যায়। রায়হান বর্তমানে থানায় রয়েছে। তাকে প্রাথমিক জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তবে লাশ দুটি ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

তদন্ত কমিটির বিষয়ে বিস্তারিত জানতে পূর্বাঞ্চলের জিএম সৈয়দ ফারুক আহমেদকে একাধিকবার ফোন করা হলেও তিনি রিসিভ করেননি।

বিডি প্রতিদিন/এ মজুমদার

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর