২৮ এপ্রিল, ২০১৮ ১৭:৫১

যে কোন সময় চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রলীগের কমিটি

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

যে কোন সময় চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রলীগের কমিটি

অবশেষে অপেক্ষার প্রহর শেষে হয়ে যে কোন সময় ঘোষণা হতে পারে চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রলীগের কমিটি। এরই মধ্যে সভাপতি-সাধারণ সম্পাদকসহ ‘সুপার ফাইভ’ স্থান দিতে আট জনের একটি তালিকা তৈরি করেছে কেন্দ্রীয় কমিটি। এ তালিকা থেকে উত্তর জেলা ছাত্রলীগের সভাপতি-সাধারণ সম্পাদকের নাম ঘোষণা করতে যাচ্ছে কেন্দ্রীয় ছাত্রলীগ।

চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রলীগের বর্তমান কমিটির সাধারণ সম্পাদক মোহাম্মদ আবু তৈয়ব বলেন, ‘উত্তর জেলা ছাত্রলীগের নতুন কমিটির জন্য কয়েকজন নেতার বিষয়ে মতামত চেয়েছে কেন্দ্র । বিগত সময়ে সংগঠনের জন্য ত্যাগ স্বীকার করেছেন এমন নেতাদের একটি তালিকা কেন্দ্রে দেয়া হয়েছে। এখন কেন্দ্রীয় কমিটি দ্রুত সময়ের মধ্যে নতুন কমিটির বিষয়ে সিদ্ধান্ত নেবে আশা করি।’

জানা যায়, গত ২৭ ফেব্রুয়ারী নগরীর ইঞ্জিনিয়ার ইনস্টিটিউটে জেলা জেলা ছাত্রলীগের সম্মেলন পন্ড হওয়ার পর মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন ও কেন্দ্রীয় ছাত্রলীগের সাধারণ সম্পাদক এস এম জাকির হোসাইন একান্ত বৈঠক করেন। ওই বৈঠকে জেলা ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদক পদের প্রত্যাশী ৬২ জনের একটি তালিকা যাচাই বাছাই করেন। দুই ঘন্টা ব্যাপ্তিকালের ওই বৈঠকে বয়সসহ নানান কারণে ৫৪ জনকে বাদ দেয়া হয়। 

প্রাথমিক বাছাই তালিকায় থাকা বাকি ৮ জনের সাংগঠনিক দক্ষতা এবং পারিবারিক বৃত্তান্ত সংগ্রহ করে। পরে তাদের বিষয়ে জেলা আওয়ামী লীগ ও ছাত্রলীগের মতামত নেয়া হয়। তালিকায় থাকাদের মধ্যে অন্যতম হলেন- মীরসরাই উপজেলার তানভীর হোসেন তপু, হাটহাজারী উপজেলার মোহাম্মদ মিজান উদ্দীন, স›দ্বীপের মফিজুল ইসলাম জিকু, ফটিকছড়ির গিয়াস উদ্দিন বাবুল, মোহাম্মদ রেজাউল করিম, তালুকদার পারভেজ আনসারী অন্যতম।

নাম প্রকাশ না করার শর্তে জেলা ছাত্রলীগের এক নেতা বলেন, ‘কেন্দ্রীয় ছাত্রলীগ থেকে আট জনের বিষয়ে জানতে চাওয়া হলে আমরা তাদের বিষয়ে মতামত দেই। তবে তাদের মধ্যে তিন জনকে সভাপতি, সিনিয়র সহ-সভাপতি এবং সাধারণ সম্পাদক করার জন্য বিশেষ নোট দেই। এ তিন জন হলেন মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনের অনুসারী তানভীর হোসেন তপু, মোহাম্মদ মিজান উদ্দিন এবং তালুকদার পারভেজ আনসারী।’

মিজান উদ্দীন বলেন, ‘আমি ছাত্রলীগের ওয়ার্ড পর্যায় থেকে রাজনীতি করে আসেছি। দীর্ঘদিন ধরে উত্তর জেলা ছাত্রলীগের বিভিন্ন কর্মকান্ডের স্বক্রিয় ভুমিকা পালন করেছি। আমাকে উত্তর জেলা ছাত্রলীগের বড় কোন দায়িত্ব দেয়া হলে তা সততার সাথে পালন করবো।’

 

বিডি প্রতিদিন/আব্দুল্লাহ সিফাত তাফসীর

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর