২৩ মে, ২০১৮ ১৭:৫৫

বন্দরে ১৩ হাজার লিটার বিয়ার আটক

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

বন্দরে ১৩ হাজার লিটার বিয়ার আটক

চট্টগ্রাম বন্দর দিয়ে মিথ্যা ঘোষণায় আনা বিভিন্ন ব্র্যান্ডের ১৩ হাজার ১৩১ লিটার বিয়ার ভর্তি একটি ২০ ফুট দীর্ঘ কনটেইনার আটক করেছে কাস্টম হাউস। বুধবার কনটেইনারগুলো আটক করা হয়। আটককৃত কনটেইনার কায়িক পরীক্ষায় ১ হাজার ৯০০ লিটার হানিকেন বিয়ার, ৮১৭ লিটার লেজার বিয়ার, ৭৯২ লিটার জিনজার বিয়ার, ১ হাজার ৪৯৯ লিটার পাওয়ার হর্স এনার্জি ড্রিংক, ৬ হাজার ৪৮ লিটার রেড বুল এনার্জি ড্রিংকসহ মোট ১৩ হাজার ১৩১ লিটার বিয়ার ও সমজাতীয় পানীয় পাওয়া যায়।      

কাস্টম হাউসের অডিট ইনভেস্টিগেশন ও ‍রিচার্স (এআইআর) শাখার যুগ্ম কমিশনার নূর উদ্দিন মিলন বলেন, ‘আমদানিকারক সোনারগাঁও ট্রেড ইন্টারন্যাশনাল মনোনিত সিঅ্যান্ডএফ এজেন্ট কাবেরি শিপিং কার্ডারেল সুইটনার, কার্বোনেটেড ড্রিংকস, কোকা পাউডার, বেকিং পাউডারসহ বিভিন্ন খাদ্যপণ্যেও ঘোষণা দিয়েছিল। কাস্টম হাউসের জেটি পরীক্ষণ শাখায় কায়িক পরীক্ষার সময় মিথ্যা ঘোষণার বিষয়টি ধরা পড়ে। সেখানে পাওয়া যায় বিভিন্ন ব্রান্ডের বিয়ার ও সমজাতীয় পানীয়।’ 

তিনি বলেন, ‘বিয়ার আমদানি নিয়ন্ত্রিত পণ্য। যা আমদানির জন্য মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ছাড়পত্রের প্রয়োজন। যদি আমদানিকারকের ওই ছাড়পত্র থাকে এবং বিয়ারের ওপর প্রযোজ্য শুল্ক-করাদি পরিশোধ করে, তাহলে তা ছাড় করতে পারবে। অন্যথায় রাষ্ট্রের অনুকূলে বাজেয়াপ্ত হবে।’


বিডি প্রতিদিন/২৩ মে ২০১৮/হিমেল

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর