২৪ মে, ২০১৮ ১৬:৩২

চট্টগ্রামে পৃথক ঘটনায় তিনজনের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম:

চট্টগ্রামে পৃথক ঘটনায় তিনজনের মৃত্যু

চট্টগ্রামে পৃথক তিন ঘটনায় তিনজনের মৃত্যু হয়েছে। আজ বৃহস্পতিবার ও গত বুধবার রাতে এসব ঘটনা ঘটে। গত বুধবার গভীর রাতে নগরের খাতুনগঞ্জে পিকআপ ভ্যানের ধাক্কায় মো. কামাল  (৪০) একজনের মৃত্যু হয়। নিহত কামাল কুমিল্লা জেলার মুরাদনগর থানার জারু মিয়ার ছেলে। তিনি নগরের বাকলিয়ায় মিয়া সওয়াদগরের ভাড়া বাসায় থাকতেন। তাছাড়া আজ বৃহস্পতিবার দুপুরে পাথরঘাটা এলাকায় বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে মো. বেলাল (২২) নামে একজনের মৃত্যু হয়। নিহত বেলালের বাড়ি বাঁশখালী উপজেলায়।

চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতাল পুলিশ ফাঁড়ির নায়েক আমির হোসাইন বলেন, ‘পাথরঘাটা এলাকায় গণেশ বাবু নামে এক ব্যক্তির ভবনের তিন তলায় এসির কাজ করার সময় বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে বেলালের মৃত্যু হয়। অপরদিকে খাতুনগঞ্জে পিকআপ ভ্যানের ধাক্কায় মো. কামাল নামে এক শ্রমিকের মৃত্যু হয়।’

এদিকে, আজ ভোরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সীতাকুণ্ড উপজেলার ফৌজদারহাট জলিলগেট এলাকায় সামনের গাড়ির সঙ্গে সংঘর্ষে মো. আরিফ (৫০) নামের এক ট্রাকচালক নিহত হয়েছেন। নিহত আরিফ টাঙ্গাইলের বেপারি পাড়া এতিমখানা এলাকার ইজ্জত মিয়ার ছেলে।  

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপ-সহকারী পরিচালক মো. জসিম উদ্দীন বলেন, ‘ঢাকামেট্রো ট-১৫-১২১৮ নম্বরের ট্রাকের সঙ্গে সামনের গাড়ির পেছনের অংশের সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে ট্রাকচালক নিহত ও ট্রাকের কেবিনে বসা আরও দুইজন আহত হন।’

বিডি প্রতিদিন/মজুমদার

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর