২৫ মে, ২০১৮ ২০:৫২

চট্টগ্রামে দেড় কোটি টাকার বিদেশি কাপড় জব্দ

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

চট্টগ্রামে দেড় কোটি টাকার বিদেশি কাপড় জব্দ

নগরীতে অর্ণব স্টোর নামে একটি অভিজাত দোকানে অভিযান চালিয়ে দেড় কোটি টাকা সমমূল্যের বিদেশি কাপড় জব্দ করেছে শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর। নগরীর কোতোয়ালী থানাধীন দেয়ানজী পুকুর পাড় এলাকার শুক্রবার সকাল ১০ থেকে প্রায় তিন ঘণ্টাব্যাপী এ অভিযান চালানো হয়।

শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের চট্টগ্রাম অঞ্চলের রাজস্ব কর্মকর্তা মোরশেদ আলী চৌধুরী বলেন, দীর্ঘদিন ধরে ‘অর্ণব স্টোর’ নামের এ প্রতিষ্ঠানে অবৈধ ভাবে চোরাই পথে আসা কাপড় বিক্রি করছে। শুক্রবার সকালে এ প্রতিষ্ঠানে অভিযান চালানো হয়। অভিযানে ভারতীয় শাড়ি, লেহেঙ্গা, পাঞ্জাবি এবং শাল জব্দ করা হয়। উদ্ধার হওয়া কাপড়ের আনুমানিক বাজার মূল্য দেড় কোটি টাকা হবে। এসব কাপড় ভারত থেকে অবৈধভাবে চোরাই পথে আনা হয়েছে। বিপুল পরিমাণ শুল্ক ফাঁকি দিয়ে তারা এসব মালামাল এনেছে। তারা আমদানির কোনও বৈধ কাগজপত্র দেখাতে পারেনি। 

বিডি প্রতিদিন/২৫ মে ২০১৮/হিমেল

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর