২৭ মে, ২০১৮ ১২:২৮

১০ জনকে নিয়ে 'সেরা হাফেজ অন্বেষণ' প্রতিযোগিতার চূড়ান্ত পর্ব

মিরসরাই প্রতিনিধি

১০ জনকে নিয়ে 'সেরা হাফেজ অন্বেষণ' প্রতিযোগিতার চূড়ান্ত পর্ব

মিরসরাইয়ে 'অদম্য সেরা হাফেজ অন্বেষণ' প্রতিযোগিতার বাছাই পর্ব সম্পন্ন হয়েছে।  ফাইনাল রাউন্ড অনুষ্ঠিত হবে আগামী ১৪ জুন।  প্রতিযোগিতার মিডিয়া পার্টনার হিসেবে আছে দেশের সর্বাধিক প্রচারিত দৈনিক বাংলাদেশ প্রতিদিন। 

শনিবার উপজেলার মিঠাছরা ইসলামিয়া ফাজিল (ডিগ্রী) মাদ্রাসায় এই প্রতিযোগিতার বাছাই পর্ব অনুষ্ঠিত হয়।  এতে ১৮টি মাদ্রাসার ৩১ জন প্রতিযোগী অংশগ্রহণ করে।  বিচারকদের নম্বরের ভিত্তিতে ফাইনাল রাউন্ডে নির্বাচিত হন ১০ জন।  বিচারক ছিলেন হাফেজ মোহাম্মদ শরিফুল ইসলাম, হাফেজ মোহাম্মদ কলিম উল্যাহ ও হাফেজ মোহাম্মদ জাকির হোসেন। 

ইয়েস কার্ড পাওয়া ১০ প্রতিযোগী হলেন মিরসরাই ওয়ার্লেস দারুল উলুম মাদ্রাসার আহমেদ ওয়াকী, বড়তাকিয়া জাহেদিয়া হেফজ ও এতিমখানার শেখ নাফিউল আতিক, বাইতুন নূর হাফেজিয়া মাদ্রাসার শহিদুল ইসলাম, মাদবারহাট ইসলামীয়া ফাজিল মাদ্রাসার আব্দুল আজিজ, মিরসরাই ওয়ার্লেস দারুল উলুম মাদ্রাসার মুসলিম উদ্দিন, জামালপুর আজিজিয়া হাফেজুল উলুম মাদ্রাসার মাহতাব উদ্দিন ও আলা উদ্দিন, মিরসরাই ওয়ার্লেস দারুল উলুম মাদ্রাসার আবু ছাইদ, দারুল কোরআন ইসলামী একাডেমীর সাইদুল ইসলাম ও আজিম উদ্দিন। 

বাছাই পর্বে মোহাম্মদ ফারুকের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সমাজসেবক শামীম চৌধুরী।  এছাড়া অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন আয়োজক সংগঠন স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন অদম্য-২০০৫ সভাপতি এনামুল হক, যুগ্ম সম্পাদক হাসান আরিফ, সাধারণ সম্পাদক নিয়াজ মুহাম্মদ সাজিদ, সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ মহসিন, অদম্য ওয়েলফেয়ার ফাউন্ডেশনের  সাধারণ সম্পাদক মোহাম্মদ হোসেন, সমাজ কল্যাণ সম্পাদক শহিদুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক নাজমুল হোসেন, সহ-তথ্য ও প্রযুক্তি সম্পাদক কামরুল, অর্থ সম্পাদক মোহাম্মদ মাসুম, সহ-অর্থ সম্পাদক তানিন, সদস্য নিশান, রুমন, আবু হেনা প্রমুখ।

বিডি প্রতিদিন/২৭ মে, ২০১৮/ফারজানা

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর