১৩ জুন, ২০১৮ ১৬:৫০

চট্টগ্রামে ১৯ টিকেটসহ ৪ কালোবাজারী আটক

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম:

চট্টগ্রামে ১৯ টিকেটসহ ৪ কালোবাজারী আটক

প্রতীকী ছবি

চট্টগ্রাম রেল স্টেশনের কাছেই নিউমার্কেট এলাকা থেকে বিভিন্ন ট্রেনের ১৯টি টিকেটসহ চারজনকে আটক করেছে নগর গোয়েন্দা পুলিশ। গতকাল মঙ্গলবার রাতে তাদের আটক করা হয়। আটককৃতরা হলেন, মো. শাহ আলম (৪৮), প্রদীপ পাল (৪০), শাহ আলম ওরফে জামাই শাহ আলম (৩৬) এবং দেলোয়ার হোসেন ওরফে হাসানকে (৩৮)। তাদের কাছ থেকে সোনার বাংলা, তূর্ণা একপ্রেস, সুবর্ণ এক্সপ্রেস ও মহানগর গোধূলী ট্রেনের ১৯টি টিকেট উদ্ধার করা হয়। এই ১৯টি টিকেটে বিভিন্ন তারিখের মোট ৪৩টি আসন বরাদ্দ ছিল। আটক চারজনের বিরুদ্ধে নগরীর কোতোয়ালী থানায় বিশেষ ক্ষমতা আইনে মামলা করেছে গোয়েন্দা পুলিশ।

গোয়েন্দা পুলিশের পরিদর্শক ইলিয়াস খান বলেন, ‘নিউমার্কেট এলাকায় কালোবাজারে ট্রেনের টিকেট বিক্রি হচ্ছে এমন সংবাদে অভিযান চালানো হয়। আমরা সেখানে পৌঁছানোর বিষয়টি তারা টের পেয়ে দুজন পালিয়ে যাওয়ার চেষ্টা করলে ধাওয়া করে শাহ আলম ও প্রদীপ পালকে আটক করা হয়। তাদের দেহে তল্লাশি চালিয়ে কয়েকটি ট্রেনের টিকেট পাওয়া যায়। তাদের দেওয়া তথ্য মতে স্টেশন রোডের প্যারামাউন্ট স্টোরের গলি থেকে অন্য দুজনকে কালোবাজারের টিকেটসহ আটক করা হয়।’ 

তিনি বলেন, ‘তারা জানিয়েছে রেলের কিছু কর্মচারী ও নিরাপত্তা রক্ষীদের মাধ্যমে এসব টিকেট সংগ্রহ করে এবং উচ্চমূল্য বিক্রি করা হয়। শাহ আলম ও দেলোয়ার হোসেনের বিরুদ্ধে টিকেট কালোবাজারির একাধিক মামলাও আছে।’

বিডি প্রতিদিন/এ মজুমদার

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর