১৩ জুন, ২০১৮ ১৮:৩৪

ক্ষতবিক্ষত দুটি সড়ক পরিদর্শন করলেন চসিক মেয়র

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম:

ক্ষতবিক্ষত দুটি সড়ক পরিদর্শন করলেন চসিক মেয়র

চট্টগ্রাম নগরের অন্যতম ব্যস্ততম সড়ক আগ্রাবাদ সংযোগ সড়ক ও পোর্ট কানেকটিং সড়কে চলমান সংস্কার কাজ পরিদর্শন করলেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র আ জ ম নাছির উদ্দিন। আজ বুধবার দুপুরে তিনি এ সড়কে চলমান দুটি প্রকল্পের কাজ পরিদর্শন করেন।

পরিদর্শনকালে মেয়র আ জ ম নাছির উদ্দীন বলেন, ‘আগামী ২ বছরের মধ্যে নগরের সকল সড়ক শতভাগ কার্পেটিং করা হবে। চট্টগ্রাম বন্দরের পণ্য পরিবহনে নিমতলা পোর্ট কানেকটিং রোড এবং আগ্রাবাদ এক্সেস রোড গুরুত্বপূর্ণ। এই সড়ক দিয়েই বন্দর থেকে পণ্য বা কন্টেইনারবাহী পরিবহন ঢাকাসহ দেশের নানাপ্রান্তে যাতায়াত করে। দীর্ঘদিন ধরে এই সড়কের বেহাল অবস্থার কারণে পণ্য পরিবহনে দুর্ভোগ এবং হয়রানি পোহাতে হচ্ছে। ছয় লেন বিশিষ্ট পোর্ট কানেকটিং রোড এবং আগ্রাবাদ এক্সেস রোড উন্নয়ন কাজ বাস্তবায়িত হলে বন্দরের পণ্য পরিবহনে গতিশীলতা ফিরে আসবে।’

চসিকের জনসংযোগ কর্মকর্তা রফিকুল ইসলাম বলেন, ‘এই সড়কে দুই দফায় ৫০ কোটি করে ১০০ কোটি টাকা ব্যয়ে নিমতলা পোর্ট কানেকটিং থেকে বড়পুল, বড়পুল থেকে নয়াবাজার পর্যন্ত এবং আগ্রাবাদ বাদামতলী থেকে বড়পুল নয়াবাজার পর্যন্ত ৫০ কোটি টাকা ব্যয়ে উন্নয়ন কাজ বাস্তবায়িত হচ্ছে। এ প্রকল্পের আওতায় রাস্তার দুইপাশে আর সিসি ড্রেন ও ফুটপাত নির্মাণ, রাস্তার মাঝখানে ৮ ফুট দৈর্ঘ্য বিশিষ্ট মিডিয়ান নির্মাণ, এলইডি আলোকায়ন ব্যবস্থা থাকবে। ছয় লেনের সড়কটি দৈর্ঘ্য দুই কিলোমিটার ও প্রস্থ ১২০ ফুট। অপরদিকে একই প্রকল্পে আগ্রাবাদ এক্সেস রোডর ২ কিলোমিটার পর্যন্ত উন্নয়ন বাস্তবায়ন করা হবে। জাইকার অর্থায়নে এই উন্নয়ন প্রকল্পের কাজ ২০১৯ সালের মে মাসে শেষ হওয়ার কথা রয়েছে।’

পরিদর্শনকালে উপস্থিত ছিলেন চসিক কাউন্সিলর এইচ এম সোহেল, প্রধান প্রকৌশলী লে. কর্ণেল মহিউদ্দিন আহমদ, অতিরিক্ত প্রধান প্রকৌশলী রফিকুল ইসলাম, তত্ত্বাবধায়ক প্রকৌশলী আবু ছালেহ, নিবার্হী প্রকৌশলী আবু সাদাত মো. তৈয়ব, বিল্পব দাশ, সহকারী প্রকৌশলী মজিবুল হায়দার।

বিডি প্রতিদিন/এ মজুমদার

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর