১৭ জুন, ২০১৮ ১৪:৩৯

জনগণের ওপর সরকারের কোন নির্ভরশীলতা নেই: আমির খসরু

অনলাইন ডেস্ক

জনগণের ওপর সরকারের কোন নির্ভরশীলতা নেই: আমির খসরু

ফাইল ছবি

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, বিএনপি নয় তারা (সরকার) জনগণের বিরুদ্ধে দাঁড়িয়েছে। তাদের নির্ভরশীল এখন পুরোপুরি রাষ্ট্রীয় সন্ত্রাসের ওপর। জনগণেরও ওপর তাদের কোন নির্ভরশীলতা নেই। সরকার জনগণের ভয়ে অস্থির। তাদের মধ্যে এমন ভয়-ভীতি ডুকেছে পবিত্র ঈদের দিনকেও তারা সম্মান দেখাতে পারছে না, ভয় পাচ্ছে।

আজ রবিবার দুপুরে নগরের মেহেদীবাগস্থ নিজ বাসভবনে বিএনপি নেতাকর্মীদের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময়কালে তিনি এসব কথা বলেন।

আমির খসরু আরো বলেন, আত্মীয়স্বজন, বন্ধু-বান্ধব ও জনগণকে সাথে নিয়ে ঈদ পালন করা যে মানুষের অধিকার। সেইটাও তারা ভয় পাচ্ছে।বিএনপি নেতাকর্মীরা রাস্তায় গেলে হাজার-হাজার, জনতা বেরিয়ে আসে। দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে জেলে বন্দি করে রেখেছে আর বিএনপি নেতাকর্মীদের ঘর থেকে বের হতে দেবে না। কারণ বের হলেই তাদের জন্য সমস্যা। বর্তমানে গণতান্ত্রিক অধিকার ও মালিকানা ফিরে পেতে মানুষ বদ্ধপরিকর।

বিডি প্রতিদিন/এ মজুমদার

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর