২৪ জুন, ২০১৮ ২০:৩৬

নাগরিক সেবা নিশ্চিতে সেবা সংস্থার সমন্বয় জরুরি

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

নাগরিক সেবা নিশ্চিতে সেবা সংস্থার সমন্বয় জরুরি

চট্টগ্রাম সিটি কর্পোরেশরেশনের (চসিক) মেয়র আ জ ম নাছির উদ্দীন বলেছেন, চট্টগ্রাম নগরে নাগরিক সেবা নিশ্চিত করতে সেবাদানকারী প্রতিষ্ঠান সমূহের মধ্যে সমন্বয় জরুরি। উন্নয়ন কর্মকান্ডে সমন্বয় করা গেলেই নগরবাসীর ভোগান্তি ও বিভ্রান্তির অবসান ঘটবে। তাই সিডিএ, ওয়াসা, বিদ্যুৎ ও টিএন্ডটিসহ অন্যান্য সেবাপ্রদানকারী সংস্থার মধ্যে সমন্বয় থাকা বাঞ্চনীয়।  

রবিবার দুপুরে চসিকের কনফারেন্স হলে নগর উন্নয়ন সমন্বয় কমিটি (সিডিসিসি)’র ১২তম সভায় সভাপতির বক্তব্যে তিনি এ সব কথা বলেন।

চট্টগ্রাম সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. সামসুদ্দোহার পরিচালনায় সভায় কর্পোরেশনের উপস্থিত ছিলেন চসিকের প্রধান প্রকৌশলী লে. কর্নেল মহিউদ্দিন আহমেদ, চট্টগ্রাম ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক এ কে এম ফজলুল্লাহ, বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের প্রধান প্রকৌশলী প্রবীর কুমার সেন, চট্টগ্রাম চেম্বার সভাপতি মাহবুবুল আলম, স্থানীয় সরকার মন্ত্রণালয় চট্টগ্রামের উপ-পরিচালক ইয়াসমিন পারভীন তিবরিজি, চট্টগ্রাম মেট্টোপলিটন পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) কুসুম দেওয়ান, পরিবেশ অধিদপ্তর চট্টগ্রাম মহানগরের পরিচালক মো. আজাদুর রহমান মল্লিক, বাংলাদেশ রেলওয়ের অতিরিক্ত প্রধান প্রকৌশলী মো. তানভিরুল ইসলাম, কর্ণফুলি গ্যাস ডিষ্ট্রিবিউশন লি. এর ডিজিএম প্রকৌশলী আমিনুর রহমান, বিটিসিএল এর প্রকৌশলী প্রবাল কুমার শীল, বিআরটিএর উপ পরিচালক মুহাম্মদ শহীদুল্লাহ কায়সার, রেলওয়ের বিভাগীয় প্রকৌশলী লিয়াকত শরিফ খান, সড়ক ও জনপথ অধিদপ্তরের তত্বাবধায়ক প্রকৌশলী আবু হেনা মোহাম্মদ তারেক ইকবাল, বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের উপ বিভাগীয় প্রকৌশলী মো. জহির উদ্দিন প্রমুখ। সভায় চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের কোনো প্রতিনিধি উপস্থিত ছিলেন না।

সিটি মেয়র বলেন, সমন্বয়হীনতার কারণে পরিকল্পিত উন্নয়ন করা যাচ্ছে না। কোন প্রতিষ্ঠানের কি দায়িত্ব তা জানে না নগরবাসী। ওয়াসা, পিডিবি, টিএন্ডটিসহ বিভিন্ন সংস্থা রাস্তা খুড়াখুড়ি করে। দূর্ভোগ বাড়ে সাধারণ মানুষের। চট্টগ্রাম শহরে সেবাদানকারী প্রতিষ্ঠান সমূহ প্রকল্প একনেকে পাশ করানোর পর আমাদের কাছে রাস্তা কাটার অনুমতি চায়। তখন আমাদের অনুমতি না দিয়ে উপায়ও থাকে না। প্রকল্প গ্রহণের আগে সমন্বয় করলে এ সমস্যা হতো না।

তাই আগামী অর্থ বছরের সকল পরিকল্পনা ১৫ দিনের মধ্যে জমা দেওয়ার জন্য কর্পোরেশনের অধিক্ষেত্র প্রতিষ্ঠান সমূহের প্রতি অনুরোধ করেছি।  

পরিবেশ অধিদপ্তর এর পরিচালক মো. আজাদুর রহমান মল্লিক বলেন, জাতীয় স্বার্থে হালদা নদীকে দূষণ থেকে রক্ষা করা জরুরি।

চট্টগ্রাম চেম্বার সভাপতি মাহবুবুল আলম বলেন, চট্টগ্রাম বাংলাদেশের ব্যবসায়িক হৃদপিন্ড। তাই দেশের স্বার্থেই জলাবদ্ধতা থেকে চট্টগ্রামকে রক্ষার জন্য সিডিএ এর মেগা প্রকল্প দ্রুতগতিতে বাস্তবায়নের কোনো বিকল্প নেই।

বিডি প্রতিদিন/ ২৪ জুন ২০১৮/ ওয়াসিফ

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর