২৫ জুন, ২০১৮ ১৮:৫১

অল্প বৃষ্টিতে চট্টগ্রাম নগরে জলাবদ্ধতা

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

অল্প বৃষ্টিতে চট্টগ্রাম নগরে জলাবদ্ধতা

চট্টগ্রাম মহানগরের নিম্নাঞ্চলে অল্প বৃষ্টিতেই জলাবদ্ধতা দেখা দিয়েছে। নগরের অধিকাংশ নিম্নাঞ্চলের অলি-গলিতে হাঁটু থেকে কোমর সমান পানি হয়ে যায়। মৌসুমী বায়ুর প্রভাবে গত রবিবার বিকাল থেকে সোমবার সারাদিন থেমে থেমে বৃষ্টি হয়। ফলে চরম দুর্ভোগে পড়েছেন বিভিন্ন শ্রেণী পেশার সাধারণ মানুষ। তবে বৃষ্টি কমার পর পানি নেমে যায় বলে জানা যায়।

পতেঙ্গা আবহাওয়া অফিস সূত্রে জানা যায়, মৌসুমী বায়ুর প্রভাবে ভারী বৃষ্টিপাত হচ্ছে। সোমবার সকাল নয়টা থেকে পূর্ববর্তী ২৪ ঘণ্টায় ৫৪  মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। আজ মঙ্গলবারও এ ভারী বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে।     

পতেঙ্গা আবহাওয়া অফিসের আবহাওয়াবিদ শেখ ফরিদ আহমদ বলেন, ‘মৌসুমী বায়ুর প্রভাবে ভারী বৃষ্টিপাত হচ্ছে। আজও হালকা বৃষ্টিপাত হতে পারে।’  

বহদ্দার হাট এলাকার বাসিন্দা হামিদ হোসাইন বলেন, প্রতি বছর বর্ষা আসলেই জলাবদ্ধতা এটি আমাদের নিয়তি। প্রতি বছরই চরম ভোগান্তি-দুর্ভোগ পোহানো এটি রুটিন কাজ হয়ে গেছে অনেকের কাছে। সিটি কর্পোরেশন ও সিডিএ খাল-নালা পরিস্কারের কথা বললেও বাস্তবায়নের ফলটা দৃশ্যমান নয়। তাহলে জলাবদ্ধতা কমবে কিভাবে?   

জানা যায়, গত রবিবার সন্ধ্যার পর থেকে হালকা-ভারী বৃষ্টিপাত এবং জোয়ারের পানিতে নগরের অনেক নিম্নাঞ্চলে জলাবদ্ধতা দেখা দেয়। নগরের চকবাজার, বাদুরতলা, বহদ্দারহাট, খাতুনগঞ্জ, বকশিরহাট, আগ্রাবাদের সিডিএ আবাসিক, ২ নম্বর গেইট, মুরাদপুর, হালিশহরের এক্সেস রোড, পোর্ট কানেটিং রোড, বড় পুল, বেপারি পাড়াসহ অনেক স্থানে পানি জমে যায়।

 

বিডি প্রতিদিন/২৫ জুন ২০১৮/হিমেল

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর