২২ জুলাই, ২০১৮ ১৭:৩৬

চট্টগ্রামে অস্ত্র উদ্ধারে তুলকালাম কাণ্ড

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম:

চট্টগ্রামে অস্ত্র উদ্ধারে তুলকালাম কাণ্ড

চট্টগ্রামে পুকুর থেকে অস্ত্র উদ্ধার করতে গিয়ে ঘটেছে তুলকালাম কাণ্ড। অস্ত্র উদ্ধার করতে একটি পুকুরের পানি সেচ দেয়া হয়। পরে ওই পুকুর থেকে দু'টি দেশীয় তৈরি আগ্নেয়াস্ত্র উদ্ধার হয়।  শনিবার গভীর রাতে নগরীর ডবলমুরিং থানাধীন বায়তুশ শরফ মাদ্রাসা এলাকার ছোট মসজিদ বাই লেইনের পুকুর থেকে দেশীয় অস্ত্র দুটি উদ্ধার করা হয়।

ডবলমুরিং থানার ওসি একেএম মহিউদ্দিন সেলিম বলেন, শুক্রবার রাতে ওই পুকুর পাড় থেকে ১৮ জন যুবককে গ্রেফতার করা হয়। পরে জিজ্ঞাসাবাদে তারা জানায় পুলিশের উপস্থিতি ঠের পেয়ে আগ্নেয়াস্ত্র পুকুরে ফেলে দেয়। এ তথ্যের ভিত্তিতে শনিবার বিকেল থেকে ওই পুকুরের পানি ফেলা শুরু করে পুলিশ। রাত তিনটায় পানি উত্তোলণ শেষ করে দু'টি দেশীয় তৈরি আগ্নেয়াস্ত্র ও একটি কার্তুজ উদ্ধার করা হয়।

বিডি প্রতিদিন/মজুমদার

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর