শিরোনাম
২৩ জুলাই, ২০১৮ ১৯:০৭

সিএমপি কার্যালয়ে অগ্নিকাণ্ডের ঘটনায় তদন্ত কমিটি

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

সিএমপি কার্যালয়ে অগ্নিকাণ্ডের ঘটনায় তদন্ত কমিটি

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি) কার্যালয়ের গোয়েন্দা (ডিবি) বিভাগে অগ্নিকাণ্ডের ঘটনায় চার সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। সোমবার সকাল ১১টার দিকে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। 

খবর পেয়ে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিটের ১৩ গাড়ি ঘটনাস্থলে গিয়ে প্রায় এক ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

সিএমপির অতিরিক্ত কমিশনার (অপরাধ ও অভিযান) আমেনা বেগম বিষয়টি নিশ্চিত করে জানান, ডিবি কার্যালয়ের দ্বিতীয় তলার একটি রুমের ওয়াইফাই রাউটারের সকেটে অতিরিক্ত হিটের কারণে আগুন লেগেছে। তবে এতে নথিপত্রের তেমন কোনো ক্ষতি হয়নি। আগুনে কিছু কাগজ ও জ্যাকেট নষ্ট হয়েছে।

এদিকে, অগ্নিকাণ্ডের এই ঘটনায় চার সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে জানিয়ে সিএমপি কমিশনার মাহাবুবর রহমান বলেন, প্রাথমিকভাবে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে জানতে পেরেছি। তবুও ঘটনা তদন্তে অতিরিক্ত কমিশনার আমেনা বেগমকে প্রধান করে চার সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে।

বিডি প্রতিদিন/২৩ জুলাই ২০১৮/আরাফাত

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর