১৩ আগস্ট, ২০১৮ ২১:৪৩

রাঙ্গুনীয়ায় মাদক ব্যবসায়ীর গুলিবিদ্ধ লাশ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

রাঙ্গুনীয়ায় মাদক ব্যবসায়ীর গুলিবিদ্ধ লাশ উদ্ধার

প্রতীকী ছবি

চট্টগ্রাম জেলার রাঙ্গুনীয়া উপজেলার কাটাখালী এলাকা থেকে ১১ মামলার আসামি মো. আলতাফ প্রকাশ কানা আলতাফের (৫০) গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার করা হয়েছে। নিহত আলতাফের বিরুদ্ধে বিভিন্ন থানায় ১১টি মামলাও রয়েছে। 

সোমবার উপজেলার চট্টগ্রাম-কাপ্তাই সড়কের পাশ থেকে পরিবারের সদস্যরা এ মরদেহটি উদ্ধার করে বলে জানান রাঙ্গুনীয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমতিয়াজ একে ভূঁইয়া।

তিনি বলেন, আলতাফ পুলিশের তালিকাভুক্ত মাদক ব্যবসায়ী। কেউ তাকে হত্যা করে পালিয়ে যায়। এরপর আলতাফের পরিবারের সদস্যরা মরদেহ উদ্ধার করে বাড়িতে নিয়ে যায়। পরে পুলিশ নিহত আলতাফের বাড়ি থেকে মরদেহ উদ্ধার করে। তবে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার জন্য তদন্ত চলছে বলে জানান তিনি।

বিডি-প্রতিদিন/ ই-জাহান

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর