১৬ আগস্ট, ২০১৮ ০৪:৪২

নব্য রাজাকারদের তালিকা তৈরির আহ্বান চট্টগ্রাম নাগরিক উদ্যোগ'র

অনলাইন ডেস্ক

নব্য রাজাকারদের তালিকা তৈরির আহ্বান চট্টগ্রাম নাগরিক উদ্যোগ'র

চট্টগ্রাম নাগরিক উদ্যোগের আহবায়ক ও বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) সহ-সভাপতি রিয়াজ হায়দার চৌধুরী নব্য রাজাকারদের তালিকা তৈরির আহ্বান জানিয়ে বলেছেন, ভবিষ্যত রাজনীতি ও দেশের স্বার্থে নব্য রাজাকারদের একটি তালিকা তৈরি করতে হবে।

গতকাল বুধবার (১৫ আগস্ট) জাতীয় শোক দিবস উপলক্ষে চট্টগ্রাম নাগরিক উদ্যোগের আয়োজনে নাগরিক শোকযাত্রা ও সমাবেশে সভাপতির বক্তব্যে এসব কথা বলেন। শোকযাত্রাটি নন্দনকানন ডিসি হিল এলাকা থেকে শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে শোক সমাবেশে মিলিত হয়।

এসময় রিয়াজ হায়দার চৌধুরী বলেন, যারা একসময় বঙ্গবন্ধু আর মুক্তিযোদ্ধাদের গালি দিতেন তারা এখন ক্ষমতার মোহে নিজেদের সবচে বেশি বঙ্গবন্ধু প্রেমিক বলে দাবিদার। মুক্তিযোদ্ধাদের তারাই বিতর্কিত করেছেন সবচে বেশি। তারা এখনো নানা কৌশলে বঙ্গবন্ধু কন্যাকে বিতর্কিত করার ষড়যন্ত্র করে চলেছে। 

সমন্বয়কারী সাংস্কৃতিক সংগঠক খোরশেদ আলমের সঞ্চালনায় শোক সমাবেশে আরও বক্তব্য রাখেন পেশাজীবী সমন্বয় পরিষদের সভাপতি ডা. এ কিউ এম সিরাজুল ইসলাম, সাদার্ন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক প্রকৌশলী আলী আশরাফ, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সাবেক সভাপতি প্রফেসর ড. বেনু কুমার দে, বাংলাদেশ কলেজ শিক্ষক সমিতির সহ-সভাপতি আবু তাহের চৌধুরী, চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক হাসান ফেরদৌস, চট্টগ্রাম মহিলা কলেজের অধ্যক্ষ তহরুন সবুর ডালিয়া, উপাধ্যক্ষ শাহীন ফেরদৌসী, শিক্ষাবিদ অধ্যাপক ফাতেমা জেবুন্নেছা, নগর পূজা উদযাপন পরিষদ সাবেক সাধারণ সম্পাদক সুমন দেবনাথ, বিএমএ চট্টগ্রাম কেন্দ্রের কার্যনির্বাহী সদস্য ডা. হোসেন আহমদ, কবি সজল দাশ, সাংস্কৃতিক কর্মী  সোমা মুৎসুদ্দী, কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সহ সম্পাদক ইয়াছির আরাফাত, রাশেদুল আরেফিন জিশান প্রমুখ।

 

বিডি প্রতিদিন/আব্দুল্লাহ সিফাত তাফসীর

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর