১৭ আগস্ট, ২০১৮ ২১:০৬

চট্টগ্রামে প্রথম সিনেপ্লেক্স ‘সিলভার স্ক্রিন’

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

চট্টগ্রামে প্রথম সিনেপ্লেক্স ‘সিলভার স্ক্রিন’

বাণিজ্যিক রাজধানী চট্টগ্রামে প্রথম যাত্রা করল সিনেপ্লেক্স ‘সিলভার স্ক্রিন’।  গতকাল বৃহস্পতিবার নগরের দুই নম্বর গেটের ফিনলে স্কয়ারে এটি যাত্রা করে। টানা ১৭ মাসের নির্মাণকাজ শেষে ‘আয়নাবাজি’ প্রদর্শনের মধ্য দিয়ে এটি পরীক্ষামূলক চালু হয়েছে। 

সম্প্রচার অনুষ্ঠান উপভোগ করেন দৈনিক আজাদী সম্পাদক এম এ মালেক, দৈনিক পূর্বকোণের পরিচালনা সম্পাদক জসিম উদ্দিন চৌধুরী, চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান আবদুচ ছালাম, সুপ্রভাত বাংলাদেশ সম্পাদক রুশো মাহমুদ, চট্টগ্রাম মঞ্চ সম্পাদক সৈয়দ উমর ফারুক, দৈনিক আজাদীর পরিচালনা সম্পাদক ওয়াহেদ মালেক, বার্তা সম্পাদক একেএম জহুরুল ইসলাম, মুক্তিযোদ্ধা-সাংবাদিক রইসুল হক বাহার প্রমুখ।

জানা যায়, ৭২ আসনের ‘প্লাটিনাম’ ও ১৮ আসনের ‘টাইটানিয়াম’ হল রয়েছে এ সিনেপ্লেক্সে। প্রতিদিন বেলা সাড়ে ১১টা থেকে রাত সাড়ে ১১টা পর্যন্ত চারটি শো থাকবে। প্লাটিনামে বাংলা টুডি ছবির টিকিট ৪০০ টাকা, থ্রিডি ৫০০ টাকা এবং নয়টি প্রিমিয়াম সিটের প্রতিটি ৬০০-৭০০ টাকা। বিদেশি ছবি টুডি ৫০০ টাকা, থ্রিডি ৬০০ টাকা। প্রিমিয়াম সিট ৭০০-৮০০ টাকা। টাইটানিয়ামে বাংলাদেশি ছবির টিকিট ১ হাজার ২০০ টাকা এবং বিদেশি ছবির টিকিট ১ হাজার ৫০০ টাকা। প্রাথমিকভাবে কাউন্টারে নিয়মিত শো’র টিকিট ছাড়াও এক দিন আগে আগাম টিকিট দেওয়া হচ্ছে। 

উদ্যোক্তারা জানান, চট্টগ্রামের প্রথম সিনেপ্লেক্স ‘সিলভার স্ক্রিন’। এ স্বপ্ন কেবল উদ্যোক্তাদের নয়, চট্টগ্রামবাসীর। আমরা এখানে একটি আন্তর্জাতিকমানের সিনেপ্লেক্সে যা যা থাকা প্রয়োজন সব কিছু স্বল্প পরিসরে রাখার চেষ্টা করেছি। অবকাঠামোগত সমস্যার কারণে আমাদের অনেক কিছু মেনে নিতে হয়েছে। তাছাড়া যুক্তরাষ্ট্র, চীন, ভারত, বেলজিয়াম থেকে নানা উপকরণ সংগ্রহ করা হয়েছে। দুইটি স্ক্রিন আনা হয়েছে হংকং থেকে। বেলজিয়ামের বারকো থেকে লেজার ডিজিটাল সিনেমা প্রজেক্টর আনা হয়েছে, যা বাংলাদেশে প্রথম।  

 

বিডি প্রতিদিন/আব্দুল্লাহ সিফাত তাফসীর

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর