১৯ আগস্ট, ২০১৮ ১৯:২১

কোরবানির পশুর হাটে ছিনতাই, অস্ত্রসহ আটক ১

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম:

কোরবানির পশুর হাটে ছিনতাই, অস্ত্রসহ আটক ১

চট্টগ্রাম নগরীর বাকলিয়া নূর নগর হাউজিং সোসাইটি মাঠে কোরবানির পশুর হাটে ছিনতাইয়ের পরিকল্পনাকালে অস্ত্র-গুলিসহ এক ছিনতাইকারীকে আটক করেছে পুলিশ। মো. জনি (২৯) নামের ওই ছিনতাইকারীর কাছ থেকে একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন ও সেভেন পয়েন্ট সিক্স টু বোরের চার রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে। আজ নগরের কল্পলোক আবাসিক এলাকার কবরস্থানের পাশ থেকে তাকে আটক করা হয়।

বাকলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রণব চৌধুরী জানান, জনি একজন পেশাদার ছিনতাইকারী। তার একটি নিজস্ব ছিনতাইকারী চক্র রয়েছে। শনিবার দিবাগত ভোর রাতের দিকে জনি তার বাসায় নিজ গ্রুপের ৭-৮ জন ছিনতাইকারী নিয়ে বৈঠক করে বাকলিয়ায় নূরনবী হাউজিং সোসাইটির পশুর হাটে ছিনতাইয়ের পরিকল্পনা করে। বিষয়টি জানতে পেরে তাৎক্ষণিকভাবে অভিযান চালাই।  আটক জনির বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা করা হয়েছে।

আটক জনির বিরুদ্ধে ছিনতাই ও ডাকাতির প্রস্তুতির অভিযোগে আরও দু’টি মামলা রয়েছে বলে ওসি জানিয়েছেন। 

বিডি প্রতিদিন/মজুমদার

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর