২০ আগস্ট, ২০১৮ ০২:০১

চট্টগ্রাম ফটোর্জানালস্টি এসোসিয়েশনের উদ্যোগে আলোচনা সভা

নিজস্ব প্রতিবেদক

চট্টগ্রাম ফটোর্জানালস্টি এসোসিয়েশনের উদ্যোগে আলোচনা সভা

বিশ্ব আলোকচিত্র দিবস উপলক্ষে চট্টগ্রাম ফটোর্জানালস্টি এসোসিয়েশনের উদ্যোগে গতকাল রবিবার বিকেলে এসোসিয়েশনের কার্যালয়ে আলোচনা সভা অনুষ্টিত হয়। 

সংগঠনের সভাপতি দিদারুল আলমের  সভাপতিত্বে ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক নিপুল কুমার দে’র সঞ্চালনায় উপস্থিত ছিলেন সাংগঠনিক সম্পাদক রবি শংকর চক্রবর্তী, প্রদর্শনী সম্পাদক সোহেল সরওয়ার, প্রচার ও প্রকাশনা সম্পাদক আমিনুল ইসলাম মুন্না,নির্বাহী সদস্য রনি দে সাবেক নির্বাহী সদস্য প্রদীপ কুমার শীল, সদস্য এস এম তামান্না ও রবিন চৌধুরী প্রমুখ।

অনুষ্ঠানে বক্তারা বলেন, রাষ্ট্রে ফটো সাংবাদিকদের অবদান গুরুত্বর্পূণ। বিভিন্ন সমস্যার চিত্র তুলে ধরে তা সমাধানের পথ প্রশস্থ করেছে ফটো সাংবাদিকরা এবং বিশ্বে ফটোসাংবাদিকরা বিভিন্ন ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করে যাচ্ছে। একটি ছবি বদলে দিতে পারে একটি সমাজের চিত্র। সারা বিশ্বকে আলোড়িত করে আলোকচিত্র একটি ছবি। তাই সমাজের সঠিক চিত্র তুলে ধরতে ফটো সাংবাদিকদের অবদান অনস্বীকার্য।

 

বিডি প্রতিদিন/আব্দুল্লাহ সিফাত তাফসীর

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর