২০ আগস্ট, ২০১৮ ১৯:১০

চসিকের তত্ত্বাবধানে ১৬৫ স্থানে ঈদ জামাত

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

চসিকের তত্ত্বাবধানে ১৬৫ স্থানে ঈদ জামাত

চট্টগ্রাম সিটি কর্পোরেশনের (চসিক) তত্ত্বাবধানে নগরে ১৬৫টি স্থানে পবিত্র ঈদুল আজহার নামাজ অনুষ্ঠিত হবে। প্রথম ও প্রধান জামাত সকাল ৭টা ৪৫ মিনিটে  জাতীয় মসজিদ জমিয়তুল ফালাহ ময়দানে অনুষ্ঠিত হবে। এই জামাতে ইমামতি করবেন জাতীয় মসজিদ জমিয়তুল ফালাহ্’র খতিব ও জামেয়া আহমদিয়া সুন্নিয়া আলিয়া মাদ্রাসার মুহাদ্দিস আল্লামা সৈয়দ আবু তালেব মোহাম্মদ আলাউদ্দীন আল কাদেরী।

একই স্থানে দ্বিতীয় জামাত অনুষ্ঠিত হবে সকাল ৮টা ৪৫মিনিটে। এতে ইমামতি করবেন জমিয়তুল ফালাহ্’র সিনিয়র পেশ ইমাম হাফেজ মাওলানা আহমদুল হক। 

এছাড়া বড় ঈদ জামাতের মধ্যে আছে, বাকলিয়া চসিক স্টেডিয়ামে প্রথম ঈদ জামাত হবে সকাল ৮টায়, লালদীঘি সিটি কর্পোরেশন শাহী জামে মসজিদে ঈদ জামাত হবে সকাল সাড়ে ৭টায়, জালালাবাদ আরেফিন নগর চসিক কেন্দ্রীয় কবরস্থান জামে মসজিদের ঈদ জামাত হবে সকাল ৮টায়।

হযরত শেখ ফরিদ (রহ.) চশমা ঈদগাহ ময়দানে ৮টায়, চকবাজার সিটি কর্পোরেশন জামে মসজিদ ৮টায়, মা আয়েশা সিদ্দিকী চসিক জামে মসজিদ (সাগরিকা জহুর আহমদচৌধুরী স্টেডিয়াম সংলগ্ন) ৮টায়। তবে প্রাকৃতিক দুর্যোগপূর্ণ পরিস্থিতির সৃষ্টি হলে মাঠের পরিবর্তে স্ব স্ব মসজিদে ঈদ জামাত অনুষ্ঠিত হবে।

এছাড়াও নগরীর ৪১টি ওয়ার্ডের প্রতি ওয়ার্ডে সম্মানিত কাউন্সিলরগণের তত্ত্বাবধানে ১টি করে প্রধান ঈদ জামাত ৪১টি ওয়ার্ডে ৪১টি সহ সর্বমোট ১৬৫ টি স্থানে ঈদ জামাত অনুষ্ঠিত হবে চসিকের জনসংযোগ বিভাগ থেকে জানানো হয়।

বিডি প্রতিদিন/ফারজানা

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর