১৪ সেপ্টেম্বর, ২০১৮ ১৫:৪১

জাম্বুরি পার্কে আকস্মিক ভিজিটে গণপূর্তমন্ত্রী

অনলাইন ডেস্ক

জাম্বুরি পার্কে আকস্মিক ভিজিটে গণপূর্তমন্ত্রী

বন্দরনগরী চট্টগ্রামের নাগরিকদের যান্ত্রিকতার জীবনে কিছুটা স্বস্তি দিতে আধুনিক দৃষ্টিনন্দন জাম্বুরি পার্ক গড়ে তুলেছে গণপূর্ত অধিদফতর। গত ৮ সেপ্টেম্বর এই পার্কের আনুষ্ঠানিক উদ্বোধন করেন গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন। 

ওয়াকওয়ের বিশেষ সুবিধাসহ বিভিন্ন সুযোগ-সুবিধা সম্পন্ন এই জাম্বুরি পার্কে আজ শুক্রবার আকস্মিক ভিজিট করেছেন গণপূর্তমন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন। এসময় শরীর চর্চা করতে আসা নানা বয়সী মানুষের সঙ্গে কথা বলার পাশাপাশি পার্কে আর কী কী সংযোজন করা যায় সে বিষয়েও পরামর্শ চাইলেন তিনি। এছাড়া পার্কটি পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে গণপূর্ত বিভাগের কর্মকর্তাদের দিকনির্দেশনা দিছেন তিনি। 

সকালে নন্দনকাননের বাসা থেকে গাড়ির চালককে সঙ্গে নিয়ে আগ্রাবাদের জাম্বুরি পার্কে এই আকস্মিক ভিজিটে যান মন্ত্রী। খবর পেয়ে ছুটে আসেন গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী আহমেদ আবদুল্লাহ নূরও।

তিনি বলেন, ৮ দশমিক ৫৫ একর জমির ওপর সাড়ে ১৮ কোটি টাকা ব্যয়ে ৮ হাজার রানিং ফুটের পার্ক ও ৫০ হাজার বর্গফুটের জলাধার পরিচ্ছন্ন রাখতে মন্ত্রী গুরুত্বপূর্ণ নির্দেশনা দিয়েছেন। ফোয়ারার পাইপগুলোতে (নজল) যাতে বাদামের খোসা, পলিথিন, প্লাস্টিক ঢুকে নষ্ট না হয় সে জন্য ফোয়ারা বরাবর জাল (নেট) বসাতে বলেছেন। আধঘণ্টা পর পর পার্কে আসা লোকজনকে পরিচ্ছন্নতার ব্যাপারে সচেতন করতে মাইকে ঘোষণা দিতে বলেছেন। পার্কে কিছু কবুতর পোষার জন্য পরামর্শ দিয়েছেন মন্ত্রী।  

প্রকৌশলী নূর আরও বলেন, যারা পার্ক অপরিচ্ছন্ন করবে, ময়লা ফেলবে সিসিটিভিতে নজরদারির মাধ্যমে তাৎক্ষণিকভাবে তাদের ধরে ওই ময়লা পরিচ্ছন্ন করানোর জন্য বলেছেন মন্ত্রী।

প্রতিদিন সকাল সাড়ে পাঁচটা থেকে ১০টা পর্যন্ত এবং বিকেল তিনটা থেকে রাত ৮টা পর্যন্ত পার্ক খোলা রাখার সিদ্ধান্ত হয়েছে জানিয়ে তিনি বলেন, এ প্রকল্পের উদ্দেশ্য হচ্ছে শরীর চর্চার জন্য প্রশস্ত ও দীর্ঘ জগিং ট্র্যাক, বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের মানসিক প্রশান্তির জন্য উন্মুক্ত উদ্যান এবং নির্মল বাতাসের জন্য জলাধার স্থাপন।

বিডি প্রতিদিন/এনায়েত করিম

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর