১৪ সেপ্টেম্বর, ২০১৮ ২১:৫৫

চট্টগ্রামে গ্যাসলাইন ফেটে আগুন

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম:

চট্টগ্রামে গ্যাসলাইন ফেটে আগুন

ফাইল ছবি

চট্টগ্রাম নগরীর পাঁচলাইশ পশ্চিম ষোলশহর নাজিরপাড়া এলাকায় ওয়াসার উন্নয়ন কাজের সময় গ্যাসলাইন ফেটে আগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। পরে ফায়ার সার্ভিসের বায়েজিদ ও কালুরঘাট স্টেশনের চারটি গাড়ি আগুন নিয়ন্ত্রণে আনে। শুক্রবার বিকালে এ ঘটনা ঘটে বলে জানান ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপ-সহকারী পরিচালক পূর্ণচন্দ্র মুৎসুদ্দী।

তিনি বলেন, চট্টগ্রাম ওয়াসার উন্নয়ন কাজ করার সময় গ্যাস লাইন ফেটে গিয়ে দ্রুত আগুন ধরে যায়। যার উচ্চতা ছিল ১০ ফুট। পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। ভয়ে অনেকেই চারদিকে ছুটাছুটিও শুরু করে। 

তিনি বলেন, এলাকাবাসী খবর দিলে দ্রুত ফায়ার সার্ভিসের দুইটি ইউনিটের চারটি গাড়ি ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে আগুন নিয়ন্ত্রণের পরও ২০ ফুট জায়গায় গ্যাসের বুদবুদ দেখা যায়। ফলে বিদ্যুৎ উন্নয়ন বোর্ড ও বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডকে খবর দিয়ে সংযোগ বিচ্ছিন্ন করা হয়। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক এবং নিয়ন্ত্রণে রয়েছে বলে জানান তিনি।


বিডি প্রতিদিন/১৪ সেপ্টেম্বর ২০১৮/হিমেল

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর