১৯ সেপ্টেম্বর, ২০১৮ ১৭:০০

ইয়াবা বিক্রির টাকা নাশকতায় ‘বিনিয়োগ’!

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

ইয়াবা বিক্রির টাকা নাশকতায় ‘বিনিয়োগ’!

রাউজান ছাত্রদলের কলেজ সাংগঠনিক সম্পাদক বাপ্পু কুমার দাশ। পেশায় একজন ইয়াবা বিক্রেতা। ইয়াবা বিক্রির টাকা দিয়েই যোগান দিতেন রাজনৈতিক যাবতীয় খরচের। এমনকী নাশকতার খরচের ব্যয়ও যোগান দেয়া হতো ইয়াবা বিক্রির টাকা থেকে। অবশেষে ইয়াবা বিক্রি করতে গিয়ে শ্রীঘরের বাসিন্দা হয়েছেন বাপ্পু কুমার দাশ।
মঙ্গলবার রাতে নগরীর সদরঘাট থানাধীন আলকরণ এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার হওয়া বাপ্পু রাউজান কলেজ ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক। তার গ্রামের বাড়ি রাউজানের সমশের নগরে।

সদরঘাট থানার ওসি নেজাম উদ্দিন বলেন, বাপ্পু ছাত্রদলের রাজনীতির সাথে জড়িত হলেও নগর জুড়ে ইয়াবা বিক্রি করতো। ইয়াবা বিক্রি টাকা দিয়ে নগরীর বিভিন্ন এলাকায় নাশকতামুলক কর্মকাণ্ডের জোগান দেয়া হতো। গত মঙ্গলবার রাতে ইয়াবা বিক্রি করতে গিয়ে পুলিশের হাতে গ্রেফতার হয়েছেন বাপ্পু। এসময় তার কাছ থেকে ২২৩ পিস ইয়াবা জব্দ করা হয়। এ ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে তার বিরুদ্ধে মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।

বিডি প্রতিদিন/ সালাহ উদ্দীন

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর