১৯ সেপ্টেম্বর, ২০১৮ ২১:৩০

চমেকে আন্তর্জাতিক সর্পদংশন সচেতনতা দিবস উদযাপন

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

চমেকে আন্তর্জাতিক সর্পদংশন সচেতনতা দিবস উদযাপন

চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে প্রথমবারের মত আন্তর্জাতিক সর্পদংশন সচেতনতা দিবস পালিত হয়।

বুধবার দুপুরে চমেক হাসপাতালের মেডিসিন বিভাগের উদ্যোগে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন চমেকের অধ্যক্ষ ডা. সেলিম মোহাম্মদ জাহাঙ্গীর, দিবসের ওপর গুরুত্ব ও প্রেক্ষাপট বর্ণনা করেন মেডিসিন বিভাগের সহযোগী অধ্যাপক ডা. অনিরুদ্ধ ঘোষ।

মেডিসিন বিভাগের সহকারী অধ্যাপক ডা. আব্দুল্লাহ আবু সাঈদের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন চমেকের উপাধ্যক্ষ অধ্যাপক প্রদীপ কুমার দত্ত, মেডিসিন বিভাগের প্রধান অধ্যাপক অশোক কুমার দত্ত, চমেক হাসপাতালের উপ-পরিচালক ডা. আখতারুল ইসলাম, নিউরোসার্জারি বিভাগের প্রধান অধ্যাপক নোমান খালেদ, ডা. মো. আব্দুস সাত্তার, ডা. তাপস মিত্র, ডা. মোয়াজ্জেম হোসেন চৌধুরী, চমেক ছাত্রসংসদের সহ-সভাপতি ডা. সাব্বির আহমেদ প্রমুখ।      

সভাপতির বক্তব্যে অধ্যাপক সেলিম মোহাম্মদ জাহাঙ্গীর বলেন, ‘সর্পদংশন থেকে রক্ষা পেতে আমাদেরকে সচেতন থাকতে হবে। একটু সচেতন হলেই বিষধর সাপসহ সব ধরণের দংশন থেকে মুক্ত থাকা যায়।’

বিডি প্রতিদিন/ সালাহ উদ্দীন

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর