২৪ সেপ্টেম্বর, ২০১৮ ২১:৪২

চমেকে যাত্রা শুরু করল 'অজ্ঞাত রোগীদের বিশেষ সেল'

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

চমেকে যাত্রা শুরু করল 'অজ্ঞাত রোগীদের বিশেষ সেল'

চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের নিউরো সার্জারি বিভাগে চালু হয়েছে অজ্ঞাত রোগীদের সেবায় বিশেষ সেল। 

সোমবার দুপুরে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. কনক কান্তি বড়ুয়া প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এটি উদ্বোধন করেন। 

অজ্ঞাত রোগীর সেবক প্রকৌশলী সাইফুল ইসলাম নেছারের উদ্যোগ, চমেক হাসপাতাল এবং হাসপাতালের নিউরো সার্জারি বিভাগের সহযোগিতায় এটি বাস্তবায়ন করা হয়। এ কাজে তাকে সহযোগিতা করেছে স্থানীয় কয়েকটি সংগঠন।

এসময় উপস্থিত ছিলেন চমেক হাসপাতালের পরিচালক বিগ্রেডিয়ার জেনারেল মোহসেন উদ্দিন আহম্মেদ, সহকারী পরিচালক শেখ ফজলে রাব্বী, নিউরো সার্জারি বিভাগের প্রধান প্রফেসর নোমান খালিদ চৌধুরী, বিশেষ সেল বাস্তবায়নের সহযোগী প্রতিষ্ঠান জুলফার বাংলাদেশ চট্টগ্রামের জোনাল ম্যানেজার ফারুক সরকার, রিগালোর ব্যবস্থাপনা পরিচালক সাইদুল করিম, পোর্টল্যান্ড গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মিজানুর রাহমান মজুমদার, রোটারি ক্লাব অব মেট্রোলিটন চট্টগ্রামের প্রেসিডেন্ট কফিল উদ্দিন মাহমুদ, রোটারি ক্লাব অব মহানগরীর প্রেসিডেন্ট রেহেনুমা, কুইক এনার্জির ব্যবস্থাপনা পরিচালক কাউসার চৌধুরী, পদ্ধা ওয়েল ট্যাংকার অ্যাসোসিয়েশনের সভাপতি ইয়াকুব চৌধুরী, সেন্ট্রাল সিটি হসপিটালের পরিচালক তানভীরর আহমেদ, ইশরাত টেকনোলজির ব্যবস্থাপনা পরিচালক ইঞ্জিনিয়ার মাহবুবুর রাহমান প্রমুখ।  

বিডি প্রতিদিন/২৪ সেপ্টেম্বর ২০১৮/আরাফাত

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর