২৪ সেপ্টেম্বর, ২০১৮ ২১:৫৯

শিক্ষকের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগে বিক্ষোভ

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

শিক্ষকের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগে বিক্ষোভ

চট্টগ্রাম নগরীর রেলওয়ে সল্টগোলা উচ্চ বিদ্যালয়ের এক শিক্ষকের বিরুদ্ধে ছাত্রীদের ইভটিজিং ও যৌন হয়রানিসহ নানা অভিযোগ তুলে বিক্ষোভ করেছে অভিভাবকরা। শিক্ষককে স্কুল থেকে বের করে না দিলে কঠোর আন্দোলনে যাবে বলেও হুঁশিয়ারি দেন তারা। 

সোমবার বিকাল পর্যন্ত স্কুলের অভিভাবকরা শরীরচর্চা শিক্ষক মো. সেলিমকে অপসারণের দাবিতে এ বিক্ষোভ করেন। এসময় ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক বরাবর শিক্ষার্থী এবং অভিভাবকরা লিখিত এ অভিযোগ দেন।

এ ব্যাপারে সল্টগোলা রেলওয়ে উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক অশোক বিজয় চক্রবর্তী বলেন, সোমবার বেশকিছু অভিভাবক ও স্কুলের সাবেক ছাত্ররাও এসেছিল। বিষয়টা নিয়ে তদন্ত করা হবে। তদন্তে অভিযোগ প্রমাণিত হলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। তবে বিস্তারিত জানতে চাইলে তিনি ব্যস্ততা দেখিয়ে ফোন কেটে দেন।

নাম প্রকাশ না করা শর্তে একাধিক অভিভাবক বলেন, স্কুলের শরীরচর্চা শিক্ষক সেলিমের বিরুদ্ধে দীর্ঘদিনের অভিযোগ। স্কুলে পর্ণ ভিডিও কৌশলে ছাত্রীদের দেখানোর চেষ্টা করেন তিনি। মানসিক এবং যৌন হয়রানিসহ নানাবিধ অপকর্ম করার চেষ্টায় লিপ্ত থাকেন ওই শিক্ষক। অনেক ছাত্রী স্কুলেও আসতে চায় না ওই শিক্ষকের ভয়ে। 

বিডি প্রতিদিন/২৪ সেপ্টেম্বর ২০১৮/আরাফাত

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর