২৬ সেপ্টেম্বর, ২০১৮ ০০:৩৫
খাস্তগীর স্কুলে নিরাপদ সড়কের শিক্ষার্থী সমাবেশ

গেরিলা কায়দায় সড়ক নিরাপত্তা নিশ্চিতের আহবান ইলিয়াস কাঞ্চনের

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

গেরিলা কায়দায় সড়ক নিরাপত্তা নিশ্চিতের আহবান ইলিয়াস কাঞ্চনের

মহান মুক্তিযুদ্ধের গেরিলাদের মত কৌশলে বুদ্ধি খাটিয়ে সচেতন থেকে সড়ক নিরাপত্তা নিশ্চিত বিষয়ে নিজ নিজ দায়িত্ব পালনের আহবান জানিয়েছেন বিশিষ্ট চলচ্চিত্র তারকা ইলিয়াস কাঞ্চন। 

চট্টগ্রামের ঐতিহ্যবাহী ডাঃ খাস্তগীর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে সড়ক দুর্ঘটনারোধে আগামী প্রজন্মকে সচেতন করার লক্ষ্যে নিরাপদ সড়ক চাই (নিসচা) চট্টগ্রাম মহানগর কমিটি ও সচেতন তরুণ প্রজন্মের যৌথ আয়োজনে মঙ্গলবার সড়ক নিরাপত্তা বিষয়ক শিক্ষার্থী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।

এ সমাবেশ উদ্বোধন করেন দৈনিক আজাদীর সম্পাদক এম.এ মালেক। বিশেষ অতিথি ছিলেন  বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সহ-সভাপতি ও পেশাজীবী সমন্বয় পরিষদের সাধারণ সম্পাদক রিয়াজ হায়দার চৌধুরী, চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক-উত্তর) হারুন-উর-রশিদ হাযারী, বাংলাদেশ সিএনজি ফিলিং ষ্টেশন এন্ড কনভার্শন ওয়ার্কশপ ওনার্স এসোসিয়েশন, চট্টগ্রাম জোনের সভাপতি মোঃ আলতাফ হোসেন(বাচ্চু), চট্টগ্রাম মেট্রোপলিটন পরিবহন মালিক গ্রুপের মহাসচিব বেলায়েত হোসেন (বেলাল), ডাঃ খাস্তগীর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহেদা আক্তার।  

নিসচা চট্টগ্রাম মহানগর সভাপতি শিল্পউদ্যোক্তা এসএম আবু তৈয়বের সভাপতিত্বে এই শিক্ষার্থী সমাবেশে স্বাগত বক্তব্য দেন  সচেতন তরুণ প্রজন্মের প্রধান সমন্বয়ক লায়ন ম. মাহমদুর রহমান শাওন ও নিরাপদ সড়ক চাই চট্টগ্রাম মহানগর কমিটির সাধারণ সম্পাদক শফিক আহমেদ সাজীব।

 এতে প্রধান অতিথি  নিরাপদ সড়ক চাই (নিসচা) কেন্দ্রীয় কমিটির প্রতিষ্ঠাতা ইলিয়াস কাঞ্চন আরো বলেন, শুধু পুলিশ দিয়ে সড়ক নিরাপত্তা নিশ্চিত সম্ভব নয়। প্রতিটি পর্যায়ে সবার সহযোগিতা প্রয়োজন।


বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ সিফাত তাফসীর

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর