১৭ অক্টোবর, ২০১৮ ১৭:০৯

চট্টগ্রামে বাসের ধাক্কায় ব্যাংক কর্মকর্তার মৃত্যু

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম:

চট্টগ্রামে বাসের ধাক্কায় ব্যাংক কর্মকর্তার মৃত্যু

প্রতীকী ছবি

চট্টগ্রাম নগরীর দেওয়ানহাট ফ্লাইওভারে বাসের ধাক্কায় অটোরিকশা উল্টে ব্যাংক কর্মকর্তা আনোয়ারল আজিমের (৫৫) মৃত্যু এবং আরো দুইজন আহত হয়েছেন। আজ বুধবার সকালে এ দুর্ঘটনা ঘটে। আহতরা হলেন- এফএভিপি শহীদুল ইসলাম (৪৫) এবং অটোরিকশাচালক জহির উদ্দিন (৪০)। তবে দুর্ঘটনার পর বাসচালক পালিয়ে যায়। বাসটি জব্দ করে ডবলমুরিং থানায় নিয়ে যাওয়া হয় বলে জানা যায়।  

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতাল পুলিশ ফাঁড়ির এএসআই আলাউদ্দিন তালুকদার বলেন, সকালে রামপুরা আবাসিক এলাকার বাসা থেকে খাতুনগঞ্জে কর্মস্থলে যাচ্ছিলেন আনোয়ারুল আজিম ও শহীদুল ইসলাম। দেওয়ানহাট ফ্লাইওভারে একটি বাস তাদের অটোরিক্সাকে পেছন থেকে ধাক্কা দিলে এটি উল্টে সামনে থাকা একটি ট্রাকের নিচে ঢুকে যায়। পরে অটোরিক্সার তিন আরোহীকে উদ্ধার করে চমেক হাসপাতালে নেয়া হলে চিকিৎসক আনোয়ারুল আজিমকে মৃত ঘোষণা করেন।  

ডবলমুরিং থানার এসআই শরীফ উদ্দিন বলেন, দুর্ঘটনার পরপরই বাসচালক পালিয়ে যায় এবং বাসটি জব্দ করা হয়। এ ব্যাপারে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে।  

  বিডি প্রতিদিন/এ মজুমদার

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর