১০ নভেম্বর, ২০১৮ ২২:১০

চট্টগ্রামে মুক্তিযুদ্ধের বিজয়মেলা শুরু ১০ ডিসেম্বর

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

চট্টগ্রামে মুক্তিযুদ্ধের বিজয়মেলা শুরু ১০ ডিসেম্বর

চট্টগ্রামে ৩০ বছর ধরে বিজয়মেলা আয়োজনের ঐতিহ্য নিয়ে আগামী ১০ ডিসেম্বর থেকে শুরু হবে মুক্তিযুদ্ধের বিজয়মেলা-২০১৮। সপ্তাহব্যাপী এ বিজয় মেলায় থাকছে-মুক্তিযুদ্ধের স্মৃতিচারণ অনুষ্ঠান, বরেণ্য ব্যক্তিত্ব ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা, চিত্রাঙ্কন প্রতিযোগিতা এবং সাংস্কৃতিক অনুষ্ঠান। 

শনিবার সকালে চট্টগ্রাম প্রেসক্লাবে মুক্তিযুদ্ধের বিজয়মেলা পরিষদ আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানানো হয়। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন মুক্তিযুদ্ধের বিজয় মেলা পরিষদের কার্যকরী চেয়ারম্যান আবুল হাসেম।

সংবাদ সম্মেলনে বলা হয়- ৩০ বছর ধরে মুক্তিযুদ্ধের আলোকিত চেতনাকে অবলম্বন করে, ‘মুক্তিযুদ্ধের বিজয় মেলা’ স্বতঃস্ফুর্তভাবে অনুষ্ঠিত হয়ে আসছে। মুক্তিযোদ্ধাদের উদ্যোগে চট্টগ্রামে সর্বপ্রথম ১৯৮৯ সালে বিজয় মেলার সূচনা হয়। বিজয়ের গৌরবোজ্জ্বল চেতনাকে শানিত করার প্রত্যয়ে মুক্তিযুদ্ধের বিজয় মেলার আয়োজন করা হয়ে থাকে। মুক্তিযুদ্ধের পক্ষের শক্তির ঐক্যকে দৃঢ় এবং দেশপ্রেম নিয়ে নতুন প্রজন্মকে সামনের দিকে এগিয়ে নিতে এ আয়োজন।

সংবাদ সম্মেলনে মুক্তিযুদ্ধের বিজয় মেলা পরিষদের কো-চেয়ারম্যান ও মুক্তিযোদ্ধা সংসদের জেলা কমান্ডার মো. শাহাবুদ্দিন, মহাসচিব ও মুক্তিযোদ্ধা সংসদের মহানগর কমান্ডার মো. মোজাফফর আহমদ, সরওয়ার কামাল দুলু, এম এন ইসলাম, যুগ্ম সম্পাদক খোরশেদ আলম, সহ-সম্পাদক অ্যাডভোকেট সুনীল সরকার, যুগ্ম সম্পাদক ফিরোজ আহমেদসহ আয়োজকরা উপস্থিত ছিলেন।   

বিডি প্রতিদিন/এনায়েত করিম

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর