১১ নভেম্বর, ২০১৮ ১৮:০৫

চট্টগ্রামে বন্দুকযুদ্ধে ৩ পুলিশসহ হতাহত ৫

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম:

চট্টগ্রামে বন্দুকযুদ্ধে ৩ পুলিশসহ হতাহত ৫

প্রতীকী ছবি

চট্টগ্রামে পুলিশের সাথে বন্দুকযুদ্ধে শামসুদ্দীন নামে এক ব্যক্তি নিহত এবং মামুন নামে আরেক ব্যক্তি আহত হয়েছেন। একই ঘটনায় এসআই আনিস হামজা, এএসআই রুবেলসহ তিন পুলিশ সদস্য আহত হয়েছেন। শনিবার গভীর রাতে সীতাকুণ্ড উপজেলার নুনাছড়া এলাকায় এ ঘটনা ঘটে। 

পুলিশের দাবি- হতাহতরা ডাকাত দলের সদস্য। নিহত শামসুদ্দীনের বিরুদ্ধে ডাকাতি, খুনসহ বিভিন্ন অভিযোগে বিভিন্ন থানায় কমপক্ষে ১৪টি মামলা রয়েছে।

সীতাকুণ্ডের ওসি দেলোয়ার হোসেন বলেন, গভীর রাতে নুনাছড়া এলাকায় একদল ডাকাত মহাসড়কে ডাকাতির প্রস্তুতি এ তথ্যের ভিত্তিতে অভিযান চালানো হয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে শামসু ও তার সহযোগীরা পুলিশকে লক্ষ করে গুলি ছুঁড়লে পুলিশও জবাব দেয়। দুই পক্ষের গোলাগুলির পর ডাকাতদল পালিয়ে গেলে গুলিবিদ্ধ অবস্থায় শামসু ও মামুনকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। সেখানে শামসুকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। 

অভিযানে তিন পুলিশ সদস্য আহত হয়েছেন। পুলিশ ঘটনাস্থল থেকে একটি শটগান, চারটি গুলি ও কয়েকটি ধারালো অস্ত্র উদ্ধার করেছে।

বিডি প্রতিদিন/এ মজুমদার

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর